এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গে বিজেপির ঘুম উড়িয়ে নাস্তানাবুদ করতে আজ থেকে একের পর এক পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল?

উত্তরবঙ্গে বিজেপির ঘুম উড়িয়ে নাস্তানাবুদ করতে আজ থেকে একের পর এক পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের লড়াইটি মূলত তৃণমূল-বিজেপির লড়াইতে পরিণত হয়েছে। পরস্পর বিরোধী দুই রাজনৈতিক শক্তির মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা ব্যাপক আকারে বিরোধী পেয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে গত শুক্রবার রাজ্য বিজেপি ‘গণতন্ত্র বাঁচাও বাংলা বাঁচাও’ নামে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল। এবার বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে অবস্থান-বিক্ষোভ ও ধারাবাহিক আন্দোলনে নামতে চলেছে শিলিগুড়ি তৃণমূল নেতৃত্ব। আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী ২০ সে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কেন্দ্রীয় সরকার বিরোধী অবস্থান বিক্ষভ ও আন্দোলন। রাজনৈতিক ভাবে বিজেপিকে চাপে রাখতেই এই আন্দোলের পরিকল্পনা তৃণমূলের।

তৃণমূল সূত্র থেকে জানানো হয়েছে যে, তাদের এই আন্দোলন শহর-গ্রামের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে। কখনো কৃষকদের পাশে দাঁড়িয়ে, কৃষকদের বিভিন্ন বঞ্চনা ও দুরবস্থার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের প্রতি প্রতিবাদ জানাবেন তারা, আবার কখনো দিনভর অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হবে। কোনদিন আবার বের করা হবে বিক্ষোভ মিছিল। গতকাল সোমবার এক বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে শাসকদল তৃণমূল আগামী দিনে তাদের বিশেষ কর্মসূচি ঘোষণা করেন তৃণমূল দলের দার্জিলিং জেলা সভাপতি(সমতল) রঞ্জন সরকার। গতকালের রাজ্য শাসকদলের এই সাংবাদিক সম্মেলনে দার্জিলিং জেলার মুখপাত্র বেদব্রত দত্ত, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর নিখিল শাহানি উপস্থিত ছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল এই বিশেষ সাংবাদিক সম্মেলনে তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি (সমতল) রঞ্জন সরকার জানালেন যে, রাজ্য সরকারের বিভিন্ন ন্যায্য পাওনা হরণ করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে রাজ্য সরকার তাদের বিভিন্ন পাওনা থেকে বঞ্চিত হয়েছে। রেল সহ বিভিন্ন সরকারি সংস্থাকে বেসরকারিকরণের প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিস থেকে কর্মী সংকোচন শুরু করেছে। বন্ধ রাখা হয়েছে কৃষকদের সারের ভর্তুকি। তিনি বিরুদ্ধে অভিযোগ করলেন, কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ক্রিয়াকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে ধারাবাহিক আন্দোলনের পরিকল্পনা নেওয়া হল।

তৃণমূলের এই বিশেষ প্রতিবাদ কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার শিলিগুড়ি শহরের বাঘাযতীন পার্ক থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। আগামী ১৪ ই সেপ্টেম্বর শিলিগুড়ি শিলিগুড়ির হাসমিচকে সারাদিন ধরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আগামী ১৬ ই সেপ্টেম্বর কৃষকদের সঙ্গে নিয়ে কৃষিজমির এলের উপর দাঁড়িয়ে বিক্ষোভ আন্দোলন করবে শাসক দল তৃণমূল। আগামী ২০ সে সেপ্টেম্বর শিলিগুড়ি শহরের টেলিকম দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এ প্রসঙ্গে তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি (সমতল) রঞ্জন সরকার বলেছেন, ” সংশ্লিষ্ট দিনগুলির মাঝে পালা করে বিভিন্ন ওয়ার্ডে, গ্রামে ও বুথে মিছিল, সভা সহ নানা কর্মসূচি পালন করা হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!