এখন পড়ছেন
হোম > জাতীয় > কঙ্গনা রানাওতের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা! কেন্দ্রের বিরুদ্ধে বড়সড় প্রশ্ন মহুয়া মৈত্রের

কঙ্গনা রানাওতের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা! কেন্দ্রের বিরুদ্ধে বড়সড় প্রশ্ন মহুয়া মৈত্রের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই কঙ্গনা রানাওয়াতকে নিয়ে জল্পনা চলছে। বলিউড মহলে সুসান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে সোজাসুজি কঙ্গনা রানাউতের কোন যোগ না থাকলেও তিনি এমন কিছু মন্তব্য করেছেন যে কারণে এই মুহূর্তে কঙ্গনা রানাউতকে নিয়ে বলিউডের পাশাপাশি আলোচনা চলছে রাজনৈতিক মহলেও। সম্প্রতি কঙ্গনা রানাওয়াত মুম্বাইয়ের শিবসেনার সঙ্গে বাদানুবাদের কারণে বিতর্কে জড়িয়েছেন। আর সেই সূত্রেই তিনি উঠে এসেছেন খবরের শিরোনামে। এবং এবার কঙ্গনা রানওয়াত কেন্দ্রীয় সুরক্ষা হাসিল করলেন বলে জানা গেছে।

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কঙ্গনা রানাওয়াতকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একজন বলিউডি তারকা কোন নিয়মে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বাংলার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এদিন টুইট করে মহুয়া মৈত্র লেখেন, ভারতের 1 লাখ মানুষ পিছু পুলিশের সংখ্যা 138 জন। সে জায়গায় কিভাবে একজন বলিউড অভিনেত্রী ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছেন? মহুয়া মৈত্র প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত নিয়ে।

অন্যদিকে, একইভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখও। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিরাপত্তার সিদ্ধান্ত নিয়ে কঙ্গনা রানাওয়াত প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ফ্যাসিস্টরা যে দেশপ্রেমিকদের কণ্ঠরোধ করতে পারবেনা, সেটা আবার প্রমাণিত হলো। অমিত শাহের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি একজন ভারতকন্যাকে সম্মান দিয়েছেন, তাঁর আত্মসম্মান এবং গর্ব রক্ষা করেছেন। তিনি চাইলে কিছুদিন পরও আমাকে মুম্বাই যাওয়ার কথা বলতে পারেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, সুসান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই কঙ্গনা রানাওয়াত একের পর এক বিতর্ক তৈরি করে গেছেন। সম্প্রতি তিনি মহারাষ্ট্র সরকার ও মুম্বাই পুলিশের বিরুদ্ধে তদন্তের গাফিলতির অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে সুশান্ত সিং রাজপুতের বাবাও একই দাবি করেছেন বলে জানা গেছে। প্রথম থেকেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য সন্দেহ করা হচ্ছে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে। কিন্তু সুশান্ত সিং রাজপুতের বাবার দাবি, অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে বিভিন্ন রকম সুবিধা দিচ্ছে পুলিশ।

অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কঙ্গনা রানাওয়াত মন্তব্য করার সাথেই তিনি দাবি করেছিলেন, মুম্বাইতে যাতে তিনি ফিরতে না পারেন সে কারণে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। আর প্রসঙ্গক্রমে তিনি সম্প্রতি মানালিতে তাঁর বাড়ির পেছনে গুলির আওয়াজের উল্লেখ করেন। মানালিতে অভিনেত্রীর বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে কঙ্গনা রানাওয়াত শিবসেনাকে আক্রমন করতে গিয়ে মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীর এর সঙ্গে তুলনা করেছেন। আর তারপরেই শিবসেনার নেতা সাংসদরা ক্ষেপে ওঠেন।

তাঁরা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে পাল্টা আক্রমণ শুরু করেন। একইভাবে কঙ্গনা রানাওয়াতও মহারাষ্ট্র সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে 9 সেপ্টেম্বর মুম্বাই আসার পরিকল্পনা করেছেন এবং তারপরেই স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কঙ্গনা রানাওয়াতের জন্য ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার ব্যবস্থা হয় বলে জানা গেছে। অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তবে রাজনৈতিক মহল মনে করছে, কঙ্গনা রানাওয়াত মুম্বাইতে এল মহারাষ্ট্র সরকারের বিশেষ দাক্ষিণ্য তিনি আর পাবেন না। তবে সেক্ষেত্রে মহারাষ্ট্র সরকারের বিরোধী দল কেন্দ্রীয় সরকার কঙ্গনা রানাওয়াতকে সাহায্য করেন কিনা সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!