এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কি কি বিষয় গুরুত্ব পেতে চলেছে বিজেপির নির্বাচনী ইশতেহারে? জানুন বিস্তারিত

কি কি বিষয় গুরুত্ব পেতে চলেছে বিজেপির নির্বাচনী ইশতেহারে? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। আজ তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দফার প্রার্থীদের নাম ঘোষণা করতে চলেছে বিজেপি। বিজেপি সূত্রের খবর, আগামী বিধানসভা নির্বাচনের ইশতেহার খুব শীঘ্রই প্রকাশ করবে বিজেপি। একাধিক বিষয়ে উঠে আসবে বিজেপির নির্বাচনী ইশতেহারে। বিজেপির নির্বাচনী ইশতেহারে একদিকে যেমন চমক থাকবে, তেমনি উঠে আসবে নানা গুরুত্বপূর্ণ বিষয়।

প্রথমত, বিজেপির সংকল্প পত্রে উঠে আসতে পারে, বিজেপি ক্ষমতায় এলে সিন্ডিকেট রাজের অবসানের প্রতিশ্রুতি। লাভ জিহাদ বিরোধী আইন, সেইসঙ্গে ধর্মীয় পর্যটনের উপরে সরকারি উদ্যোগ। আবার, এর সঙ্গে সঙ্গেই বিজেপি স্বচ্ছ, দুর্নীতি মুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দিতে পারে। আবার, ইশতেহারে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে, তা হল রাজ্যে শিল্পায়ন ও বেকারত্ব দূরীকরণ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ উঠেছে যে, রাজ্যে দীর্ঘসময়ের বাম শাসনকালে ও তৃণমূলের শাসনকালে সেভাবে কোনো শিল্পায়ন ঘটেনি। উপযুক্ত শিল্পায়ন না ঘটায়, রাজ্যে ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বেকারত্ব। সরকারের পক্ষ থেকে বহু মানুষের কর্মসংস্থানের দাবি করা হলেও, বেকার সমস্যা দিন দিন ভয়াবহ। এই পরিস্থিতিতে শিল্পায়নের প্রতিশ্রুতি দিতে পারে বিজেপি। বিজেপির নির্বাচনী ইশতেহারে উঠে আসতে পারে যে, বিজেপি সরকার ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরের মধ্যে এক কোটি মানুষের চাকরির বন্দোবস্ত করা হবে।

এছাড়াও বিজেপির নির্বাচনী ইশতেহারে কাটমানি, ঘুষ বন্ধের প্রতিশ্রুতি থাকতে পারে। আবার কাটমানি ও নানা দুর্নীতিমূলক বিষয়ে তদন্তের আশ্বাস দেয়া হতে পারে বিজেপি ক্ষমতায় এলে। এছাড়াও বিজেপির ইশতেহার আনা হবে বিজেপি ক্ষমতায় এলে সারোদা, রোজভ্যালি সহ একাধিক দুর্নীতিমূলক কাণ্ডের তদন্তের গতি বৃদ্ধির বিষয়টি।

আবার, যে সমস্ত বিজেপি কর্মীরা রাজনৈতিকভাবে শহীদ হয়েছেন। তাঁদের পরিবারের জন্য পুনর্বাসন প্যাকেজের ব্যবস্থার কথা জানানো হবে বিজেপির ইশতেহারে। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসার কথা বিজেপির নির্বাচনী সংকল্প পত্রে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!