এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূলের বহিরাগত প্রার্থী , কটাক্ষ করে ধুয়ে দিলেন সুকান্ত !

তৃণমূলের বহিরাগত প্রার্থী , কটাক্ষ করে ধুয়ে দিলেন সুকান্ত !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি আসানসোল এবং বালিগঞ্জ উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃনমূল কংগ্রেস। যেখানে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে বিশিষ্ট অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে। আর তারপরেই এই গোটা ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। আসানসোলের কাউকে প্রার্থী না করে কেন বাইরে থেকে আনা হল, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে একটি সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর সেখানেই তাকে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করা নিয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “আসানসোলের তৃণমূল নেতারা এত অযোগ্য যে, বিহার থেকে প্রার্থী আনতে হচ্ছে।”

একাংশ বলছেন, সুকান্ত মজুমদার এই কথা বলে তৃণমূলকে চাপে ফেলে দিলেন। বুঝিয়ে দিলেন, আসানসোলের কাউকে প্রার্থী করার ক্ষমতা নেই তৃনমূলের। স্বভাবতই বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!