এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতা পুরভোট নিয়ে অশান্তি বিদ্যমান, বিজেপির একাধিক অভিযোগে বিদ্ধ তৃণমূল

কলকাতা পুরভোট নিয়ে অশান্তি বিদ্যমান, বিজেপির একাধিক অভিযোগে বিদ্ধ তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট গতকাল ছিল কলকাতার পুরভোট। এবং এই পুরভোট নিয়ে আরো একবার শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপানউতোর। শুরু থেকেই গেরুয়া শিবির অভিযোগ জানিয়ে আসছে ছাপ্পা ভোট এবং রিগিংয়ের।‌ গেরুয়া শিবিরের একাধিক নেতা এই অভিযোগ সামনে এনেছেন। এমনকি তাঁরা দাবি তুলেছেন পুনর্নির্বাচনের। কলকাতা পুরভোটকে সামনে রেখে বিভিন্ন জায়গায় অশান্তির ছবিও সামনে এসেছে। কার্যত পুরনির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক হাত নিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনকে।

পাশাপাশি তীব্র হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গতকাল পুরভোটে কলকাতার বিভিন্ন জায়গায় বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। তাতে আহত হয়েছেন অনেকেই। কার্যত বিভিন্ন জায়গায় বিরোধীরা সরব হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার দাবি করেছেন, কলকাতা পুরসভা নির্বাচন মিটেছে খুব ভালোভাবে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, যদি প্রমাণ দিতে পারে বিজেপি তৃণমূল কংগ্রেস অশান্তি করেছে তাহলে দলমত নির্বিশেষে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে কলকাতার পুরভোটে নির্বিচারে অশান্তির অভিযোগে রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছে বিজেপি। রাজ্যপাল থেকে শুরু করে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ জানিয়ে এসেছেন। দাবি তুলেছেন পুনঃনির্বাচনের। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে কোনরকম ভাবে পুনঃনির্বাচন হবেনা, এমনকি কোনো ভোট বাতিলও করা হবে না। আর তাই নিয়ে উত্তেজনা উঠেছে চরমে। পুরভোট মিটে গেলেও তা নিয়ে অশান্তি যে এত সহজে থামবে না, সে ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। আপাতত কলকাতা পুরভোট সংক্রান্ত একাধিক অভিযোগের কি কিনারা হয়, সে দিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!