এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভার আগে বিজেপিকে প্যাঁচে ফেলতে কর্নাটকে মাস্টারস্ট্রোক কুমারস্বামীর

লোকসভার আগে বিজেপিকে প্যাঁচে ফেলতে কর্নাটকে মাস্টারস্ট্রোক কুমারস্বামীর


কর্নাটকের জোট সরকার ক্ষমতায় আসার পরই নতুন নতুন প্রকল্পে অবাক করছে আমজনতাকে। সামনেই লোকসভা ভোট। সেটার কথা মাথায় রেখেই টার্গেট করা হল দরিদ্র সীমার নীচে থাকা মানুষগুলোকে। ঘোষণা করা হল নতুন একটা প্রকল্প যার জেরে ৫ লক্ষ বাড়ি পেতে চলেছে বিপিএল তালিকাভুক্ত কর্নাটকবাসী। জানা যাচ্ছে এর ভিতর শুধু দু লাখ বাড়িই তৈরি হবে বেঙ্গালুরুর বুকে। আগামী পাঁচ বছরের ভিতর এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে কুমারস্বামীর সরকার। এদিন এই সংক্রান্ত বিষয়েই বৈঠক করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী অর্থনৈতিক,রাজস্ব এবং নগর গ্রাম উন্নয়ন বিভাগের কর্তাদের সঙ্গে।

 

জানা গেছে, এসব বিভাগগুলোকেই বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় জায়গা খুঁজে বের করার দায়িত্ব দেন। এছাড়াও প্রতি বছর বাড়ি তৈরির জন্য কত টাকা ব্যয় হবে তাঁর সম্ভাব্য হিসাব প্রস্তুত করার দায়িত্বে থাকবেন  কংগ্রেসের স্টেট হাউসিং মিনিস্টার ইউ. টি আব্দুল খাদের সহ অন্যান্য দফতরের অভিজ্ঞ কর্তারা। এছাড়াও এই প্রকল্পটির বাস্তবায়নের জন্য কর্পোরেট স্টাইলের আদলেই তৈরি করার নির্দেশ দিয়েছেন কুমারস্বামী সরকারি কর্মীদের। এছাড়াও খুশি খবর এটাই যে এই প্রকল্পটির কাজ শুরু হলেই বহু মানুষের কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই খবর প্রকাশ্য আসার পরই বিপিএল তালিকাভুক্ত মানুষের ভিতর আনন্দের ঢেউ বয়ে গেছে। তাঁরা মুখিয়ে আছে প্রকল্পটির বাস্তবায়ন দেখার জন্য। তবে বিশেষজ্ঞমহল এর ভিতর লোকসভা ভোটের আগে রাজনৈতিক চালের গন্ধ পেয়েছেন। তাঁদের দাবী, বিজেপিকে কোনঠাসা করতেই তাঁদের এই দাবা ঘুঁটির চাল এটি।  তবে কোনো বিরোধীমহলের এ নিয়ে প্রকাশ্য মন্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!