এখন পড়ছেন
হোম > জাতীয় > মার্কিন যুক্তরাষ্ট্র ফেরত সাত জন করোনা আক্রান্ত এই রাজ্যে।

মার্কিন যুক্তরাষ্ট্র ফেরত সাত জন করোনা আক্রান্ত এই রাজ্যে।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নতুন করোনা ভাইরাসের স্ট্রেন নিয়ে যুক্তরাজ্য হিমশিম খাচ্ছে। সেখানে দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে বিশ্বে ধীরে ধীরে নিজের প্রভাব বিস্তর করতে শুরু করেছে করোনা ভাইরাসের নতুন হানা। তবে এরই মধ্যে কেন্দ্র থেকেও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসা সমস্ত মানুষেরই করোনা পরীক্ষার ওপর জোর দেওয়া হয়। সেইসঙ্গে বর্ষ শেষের আনন্দে যাতে করোনা সংক্রমণ নতুন করে বাড়তে না পারে সেক্ষেত্রেও নজর দেওয়ার কথা জানান হয়েছিল।

কিন্তু এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরা কমপক্ষে সাত জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানাতে। জানা গেছে, কোরোনাভাইরাস পরীক্ষায় ওই ব্যক্তিদের রিপোর্ট ইতিবাচক এসেছে। এক্ষেত্রে তেলঙ্গানার স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন যে, এটি ভাইরাসটির নতুন স্ট্রেন কিনা তা জানতে ওই ব্যক্তিদের নমুনা সেলুলার এবং মলিকুলার বায়োলজির (সিসিএমবি) সিএসআইআর-সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বৃহস্পতিবার, এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এটালা রাজেন্দ্র রাজ্যের করোনা পরিস্থিতি এবং রোগের বিস্তার রোধে কি কো পদক্ষেপ নেওয়া যায় সেই নিয়েও পর্যালোচনা করেন। সেখানে জানা গেছে ৯ই ডিসেম্বর থেকে আপাতত ১,২০০ জন যাত্রী যুক্তরাজ্য থেকে তেলঙ্গানায় এসেছেন। যাদের মধ্যে ৮৪৬ জনের উপর করোনা পরীক্ষা করা হয়। ফলত আপাতত মার্কিন যুক্তরাজ্য থেকে আসা সমস্ত যাত্রীদের ওপর নজরদারি করা হচ্ছে বলেই জানা গেছে।

সেইসঙ্গে যারা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, সেই সমস্ত যাত্রীদের সংস্পর্শে যারা ছিলেন তাদের সন্ধানের চেষ্টা চলছে বলেও সরকারি তরফে জানা গেছে। সেইসঙ্গে যাদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে, তাদেরও পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান হয়েছে। আর তাই এমন পরিস্থিতিতে তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের জনসাধারণকে ক্রিসমাস, নববর্ষ প্রভৃতি উদযাপনকে তাদের বাড়িতেই সীমাবদ্ধ রাখার জন্য আবেদন করেছেন।

এক্ষেত্রে যাতে করোনার নতুন স্ট্রেন ছড়িয়ে না পড়ে, সেই জন্যই এমনটা করা হচ্ছে বলেই জানিয়েছেন তিনি। সেইসঙ্গে রাজ্যের প্রত্যেককে করোনার নিয়মকানুন, যেমন মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং নিয়মিত হাত ধুয়ে নেওয়ার মত কাজগুলোকে করে চলার জন্য অনুরোধ করেছেন বলেই জানা গেছে। অন্যদিকে করোনার ভ্যাকসিন এলে, ভ্যাকসিনটির সংরক্ষণ, পরিবহন এবং বিতরণের ব্যবস্থা নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করা হয় বলেও জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!