এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পৌরসভা নির্বাচনের প্রস্তুতি কি শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী, পদক্ষেপ ঘিরে জোর জল্পনা

পৌরসভা নির্বাচনের প্রস্তুতি কি শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী, পদক্ষেপ ঘিরে জোর জল্পনা

 

বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যেমন গৃহকর্তার তৎপরতা দেখেই তাঁর আভাস পাওয়া যায়, ঠিক তেমনই গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো নির্বাচন এলে শাসকের তৎপরতা দেখেই তা আঁচ করা যায়।

বস্তুত, ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি পৌরসভার মেয়াদ ফুরিয়ে গিয়েছে। যেখানে বর্তমানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে সেই পৌরসভাগুলোর কাজ চালানো হচ্ছে। কিন্তু কেন সেখানে নির্বাচন করানো হচ্ছে না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই দাবি তুলতে দেখা গেছে বিরোধীদের।

তবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতা দেখে দেখে সেই পৌরসভা নির্বাচনের আর বেশি সময় নেই বলে দাবি রাজনৈতিক মহলের। কিন্তু কি এমন পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! যার কারণে বিভিন্ন মহলের তরফে পৌরসভা নির্বাচন নিয়ে আশা প্রকাশ করা হচ্ছে!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আগামী 11 নভেম্বর রাজ্যের সমস্ত দপ্তরের আমলা এবং মন্ত্রীদের নিয়ে রাজ্য সরকারের সদরদপ্তর নবান্নে একটি বিশেষ বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর মন্ত্রী, আমলাদের নিয়ে ডাকা এই বৈঠক পৌরসভা নির্বাচনের আগে সমস্ত কাজ যাতে দ্রুত শেষ করে জনমোহিনী সরকারের ভূমিকা পালন করা যায়, তার কারনেই এই উদ্যোগ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বিশেষজ্ঞরা বলছেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই রাজ্যের সমস্ত দপ্তরের উন্নয়নমূলক কাজকর্ম সেরে ফেলতে চাইছে রাজ্য সরকার। আর সেই কারণেই কোন দপ্তরের কাজ কতটা এগোলো, তা জানতেই মুখ্যমন্ত্রী এই বৈঠক ডেকেছেন বলে দাবি একাংশের। এদিকে এই বৈঠকে যে সমস্ত দপ্তর ঠিকমতো কাজ করছে না, তাদের অর্থ যেমন ফিরিয়ে নেওয়া হবে, ঠিক তেমনই যারা ভালো কাজ করছে, তাদের অর্থ বরাদ্দ করা হবে বলেও জানা গেছে।

আর মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমলা এবং মন্ত্রীদের নিয়ে ডাকা এই বৈঠক পৌরসভা নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত বিশ্লেষকদের। তবে এই গোটা ঘটনার সঙ্গে পুরসভা নির্বাচনের কোনো সম্পর্ক আছে কিনা, এখন তার রহস্য উন্মোচনেই ব্যস্ত সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!