এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরাতে আরও বড় কর্মসূচি তৃণমূলের, চাপ বাড়ছে বিজেপির!

ত্রিপুরাতে আরও বড় কর্মসূচি তৃণমূলের, চাপ বাড়ছে বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করার পরেই বিজেপিকে চাপে রাখতে সর্বভারতীয় ক্ষেত্রে বিস্তার ঘটাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে বিভিন্ন রাজ্যে নিজেদের সংগঠন শক্তিশালী করার দিকে মনোযোগী হয়েছেন ঘাসফুল শিবির। সেদিক থেকে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতে গিয়ে একের পর এক রাজনৈতিক কর্মসূচি করতে দেখা যাচ্ছে বাংলার তৃণমূল নেতাদের।

ইতিমধ্যেই বাংলাতেও খেলা হবে দিবস পালন করা হয়েছিল। সেদিক থেকে সেই কর্মসূচি ত্রিপুরার মাটিতেও পালন করেছেন তৃণমূলের সাংসদ থেকে শুরু করে দলীয় নেতারা। আর এবার সৌভ্রাতৃত্বের বন্ধন হিসেবে পরিচিত রাখি বন্ধন উৎসব ত্রিপুরার মাটিতে পালন করতে দেখা গেল তৃণমূলের যুব সংগঠনের নেতা কর্মীদের। যেখানে পুলিশ কর্মী থেকে শুরু করে হাসপাতালে গিয়ে আধিকারিকদের রাখি পড়িয়ে দিলেন ঘাসফুলের নেতা কর্মীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, রবিবার রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয়। আর সেখানেই ত্রিপুরার মাটিতে বেশ ঘটা করেই উৎসব পালন করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে। ঘাসফুল শিবিরের পক্ষ থেকে সমাজের সর্বস্তরের মানুষকে রাখি পড়িয়ে দিয়ে সৌজন্য বিনিময় করা হয়। একাংশ বলছেন, তৃণমূল ত্রিপুরার মাটিতে এই কর্মসূচি করার মধ্যে দিয়ে নিজেদের রাজনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানোর চেষ্টা করল। এক্ষেত্রে সামাজিক হোক বা রাজনৈতিক, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এখন ত্রিপুরার মাটিতে নিজেদের বিস্তার ঘটানোই প্রধান চ্যালেঞ্জ শাসক শিবিরের কাছে। আর সেই কারণেই তাদের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, বিজেপি শাসিত ত্রিপুরায় ইতিমধ্যেই রাজনৈতিক কার্যকলাপে যুক্ত হতে গিয়ে তৃণমূলের নেতা কর্মীরা আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই সেই অভিযোগ বিজেপির বিরুদ্ধে আরও বেশি করে সরব হতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে রাখি বন্ধন উৎসব সেই ত্রিপুরার মাটিতে পালন করে সকলকে এক করে নেওয়ার বার্তা দিয়ে বিজেপির ওপর পরোক্ষে চাপ সৃষ্টি করার কৌশলেই মাততে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে। যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!