এখন পড়ছেন
হোম > জাতীয় > “শপথগ্রহণে এসে মাথা নত করে প্রণাম করব” নির্বাচন শেষ হওয়ার আগেই আত্মপ্রত্যয়ী মোদী!

“শপথগ্রহণে এসে মাথা নত করে প্রণাম করব” নির্বাচন শেষ হওয়ার আগেই আত্মপ্রত্যয়ী মোদী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলছে জোরকদমে লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতা দখল করবে, নাকি এবার পরিবর্তন ঘটিয়ে রাজ্যে আসবে গেরুয়া শিবির, সেটাই দেখার বিষয়। তবে এই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে আগামী 2 মে ভোটবাক্স খোলার পর। কিন্তু সেই সময়টুকু অপেক্ষা করতে পারছেন না কেউই।

রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের মধ্যে কৌতূহল ক্রমশ বাড়ছে। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিজেপির নরেন্দ্র মোদী, উভয়পক্ষই দাবি করছে, তারা এবার রাজ্যের ক্ষমতা দখল করছে। আর এই পরিস্থিতিতে এবার ভার্চুয়ালি সভার মধ্যে দিয়ে 2 মে বাংলায় আসার কথা জানিয়ে শপথগ্রহণ অনুষ্ঠানের কথা উল্লেখ করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আর এখানেই তৈরি হয়েছে জল্পনা। এখনও পর্যন্ত বাংলায় দু’দফার নির্বাচন বাকি রয়েছে। কিন্তু তার আগেই প্রধানমন্ত্রী কিভাবে আত্মপ্রত্যয়ী হয়ে উঠলেন যে, তারা বাংলার ক্ষমতা দখল করবে! ইতিমধ্যেই এই বিষয় নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, করোনা পরিস্থিতির কারণে বাংলায় আসার কথা থাকলেও, তা বাতিল করেছেন নরেন্দ্র মোদী। আর সেই উপলক্ষে ভার্চুয়ালি এদিন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “2 মে সোনার বাংলার দিকে পা বাড়াব। সরকারে আসবে বিজেপি। শপথগ্রহণ অনুষ্ঠানে এসে মাথা নিচু করে আপনাদের প্রণাম করব। হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর স্বয়ং প্রধানমন্ত্রী যখন এতটা আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছেন, তখন তার দলের নেতাকর্মীরা এই বক্তব্য শোনার পর থেকেই কার্যত উজ্জীবিত হতে শুরু করেছেন। একাংশ বলছেন, প্রধানমন্ত্রী যখন ধরেই নিয়েছেন বিজেপি সরকার আসবে, তখন নিশ্চিত, তার কাছে এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট খবর রয়েছে। আর সেই কারণেই জনতার মতামত বুঝে তিনি এই কথা বলছেন।

বলা বাহুল্য, ইতিমধ্যেই দিলীপ ঘোষ একটি টুইট করে জানিয়ে দিয়েছেন, তৃণমূল হারছে এবং বিজেপি জিতছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পর থেকেই তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, কিভাবে দিলীপ ঘোষ আগেভাগেই জেনে গেলেন যে রাজ্যে পরিবর্তন আসছে? আর এবার স্বয়ং প্রধানমন্ত্রীর গলাতেও সেই পরিবর্তন আসার সুর শোনা গেল। যেখানে সরাসরি শপথ গ্রহণের কথা তুলে ধরে বাংলায় আসার কথা জানিয়ে দিলেন নরেন্দ্র মোদী।

যেখানে বাংলায় এখনও পর্যন্ত দুই দফার নির্বাচন বাকি রয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূল যে পাল্টা পদ্মফুল শিবিরের বিরুদ্ধে সরব হতে শুরু করবে, তা বলার অপেক্ষা রাখে না। তবে প্রধানমন্ত্রী বাংলার ক্ষমতা দখলের ব্যাপারে যে কার্যত আত্মপ্রত্যয়ী, তা বলাই যায়। তবে তার এই বক্তব্য ভোটবাক্স খোলার পর সত্যি সত্যিই মিলে যায় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!