এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি পিছিয়ে গেলো এবার, বড়সড় জয় শাসকদলের

বিজেপি পিছিয়ে গেলো এবার, বড়সড় জয় শাসকদলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজস্থানে বিজেপিকে বেশ কিছুটা পেছনে ফেলে এগিয়ে গেল রাজস্থানের শাসক দল কংগ্রেস। গতকাল রবিবার রাজস্থানে ৫০ টি পুরসভার নির্বাচন হয়েছিল। রাজস্থানে মোট ১৭৭৫ টি ওয়ার্ডের নির্বাচন ছিল সারা রাজ্য জুড়ে। এর মধ্যে ৬২০ টি আসন কংগ্রেস পেয়েছে। বিজেপি পেয়েছে ৫৪৮ টি আসন। বহুজন সমাজ পার্টি পেয়েছে ৭ টি। সিপিআই ও সিপিএম পেয়েছে ২ টি। রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি পেয়েছে ১ টি আসন। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

রাজস্থানের এই পুরভোটে জন্য ২৬২২ টি পোলিং বুথ গঠন করা হয়েছিল। ভোটে মোট প্রার্থী হয়েছিলেন ৭২৪৯ জন। রাজস্থানের মোট ১৪ লক্ষ ৩২ হাজার মানুষ ভোট দিয়েছিলেন। রাজস্থানে পুরসভার চেয়ারম্যান নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী ১৪ ই ডিসেম্বর। চেয়ারম্যান পদের ভোট হবে আগামী ২০ সে ডিসেম্বর। ভাইস চেয়ারম্যান পদের জন্য ভোট হবে আগামী ২১ সে ডিসেম্বর।

এরপূর্বে কিছুদিন আগেই রাজস্থানের পঞ্চায়েত ভোট হয়েছিল। যেখানে কংগ্রেসকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছিল বিজেপি। বিজেপি সেখানে ১৪ টি জেলা পরিষদে জয়লাভ করেছিল, কংগ্রেস করেছিল ৫ টিতে। রাজ্যের মোট ২২২ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৯৩ টি বিজেপি জিতেছিল। ভোটের ফলাফল দেখে বিজেপি শিবির যথেষ্ট উচ্চসিত হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ভোটে জয়লাভের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছিলেন যে, শুধুমাত্র রাজস্থান নয় বিহার, তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ সমস্ত রাজ্যের ভোটের ফলাফল দেখে বোঝা যাচ্ছে যে, জনগণ বিজেপির সংস্কার গুলিতে খুশি হয়েছেন এবং তা মেনে নিয়েছেন। শুধুমাত্র বিরোধীরাই নেতিবাচক রাজনীতি করছে। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছেন। পরবর্তীকালে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর আরো জানিয়েছিলেন, ” পূর্বে, দক্ষিণে, উত্তরে, যেখানেই যান, সর্বত্র শুধু বিজেপি বিজেপি আর বিজেপি। কৃষিতে সংস্কার নিয়ে বিরোধীরা যতই সমালোচনা করুন, মানুষ বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করেছে। ”

ভোটে জয়লাভের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ট্যুইট করে জানিয়ে ছিলেন যে, গ্রামীণ ভোটদাতারা বিশেষত মহিলারা যেভাবে বিজেপিকে সমর্থন করেছেন, তাতে তাঁদের প্রতি তাঁরা কৃতজ্ঞ। অন্যদিকে চলতি মাসের শুরুতেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট অভিযোগ করেছিলেন যে, রাজস্থানে সরকার ফেলে দেবার চেষ্টা করছে বিজেপি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন যে, অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলার পর কংগ্রেস বিধায়কেরা জানিয়েছেন যে, অমিত শাহকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদে দেখে তাঁরা লজ্জিত।

তিনি আরও অভিযোগ করেছিলেন যে, বিজেপির পক্ষ থেকে কংগ্রেস বিধায়কদের জানানো হয়েছিল যে, বিজেপি ৫ টি সরকার ফেলে দিয়েছে, রাজস্থান হতে চলেছে ৬ নম্বর। তিনি অভিযোগ করেছেন বিজেপি এখনও এই ষড়যন্ত্র চালাচ্ছে। এখনো বিজেপি সরকার ফেলার চেষ্টা করে যাচ্ছে। তাঁর এই অভিযোগ প্রসঙ্গে রাজস্থানের বিরোধী দলনেতা গুলাব চাঁদ কাটারিয়া জানিয়েছেন যে, অশোক গেহলোট যখন নিজের ঘরেই শান্তি বজায় রাখতে পারছেন না, তখন অন্যের বিরুদ্ধে অভিযোগ আনা অর্থহীন। তিনি দাবি করেছেন, যারা বিদ্রোহ করার চেষ্টা করেছিলেন, তাঁরা কিন্তু এখনও শান্ত হন নি।

এই পরিস্থিতিতে গতকালের ভোটে কংগ্রেসের সাফল্য অনেকটা অক্সিজেন দিয়েছে কংগ্রেস শিবিরকে। এমনটাই বিশ্লেষকদের মতামত। গতকালের ফলাফলে যথেষ্ট উচ্ছ্বসিত কংগ্রেস শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!