এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ভূতের মুখে রামনাম, চীনের বিরুদ্ধে ক্ষোভ দেগে দেশপ্রেম প্রমাণে মরিয়া সিপিআইএম, ভোট ফ্যাক্টর দাবি বিরোধীদের

ভূতের মুখে রামনাম, চীনের বিরুদ্ধে ক্ষোভ দেগে দেশপ্রেম প্রমাণে মরিয়া সিপিআইএম, ভোট ফ্যাক্টর দাবি বিরোধীদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাম শিবির তথা সিপিএমের বিরুদ্ধে বারেবারে চীনের সঙ্গে সমঝোতার অভিযোগ উঠেছে। বিভিন্ন সময়ে চীনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হলে সিপিএমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতেও দেখা গেছে। যেখানে দেশের পরিবেশ নষ্ট করছে চীন, সেখানে কেন সিপিএম নিরব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে সম্প্রতি লাদাখ সীমান্তে ভারত-চীন সেনা সংঘর্ষে প্রচুর জওয়ান যখন প্রাণ হারালেন, তখন এই ব্যাপারে নীরবতা ভাঙল বঙ্গ সিপিএম।

সূত্রের খবর, বুধবার পলিটব্যুরো সিদ্ধান্ত এবং আমাদের কাজ শীর্ষক এক ভার্চুয়াল সভায় এই ভারত এবং চীনের সেনা সংঘর্ষ প্রসঙ্গে নিজের বক্তব্য উপস্থাপন করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আর তার বক্তব্য থেকেই উঠে আসে চীন বিরোধিতার কথা।

এদিন সূর্যকান্ত মিশ্র বলেন, “62 সালের যুদ্ধের সময় কমিউনিস্ট পার্টি চীনের বিরোধিতা করে জোট নিরপেক্ষতাকেই সমর্থন করা হয়। এবারেও চীন যা করছে, তা সঠিক নয়। তবে যুদ্ধ কোনো দেশের সমস্যার সমাধান হতে পারে না। দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করা হোক।” কিন্তু যে সিপিএমের বিরুদ্ধে বিরোধীরা প্রায়শই চীনের সঙ্গে সমঝোতার অভিযোগ তুলেছে, সেই সিপিএম এবার কি চাপে পড়েই আগামী নির্বাচনের দিকে তাকিয়ে চীনের বিরোধিতা করতে বাধ্য হল?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গেও নিজের বক্তব্য দিয়ে রাখেন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, “সিপিএমকে চিনের দালাল বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা দীর্ঘদিন ধরেই চলে আসছে। কিন্তু অরুণাচল নিয়ে চীনের যে দাবি ছিল, সিপিএম তার চরম বিরোধিতা করেছিল। চীনের দাবি অন্যায্য ছিল। এই দাবি কখনই সমর্থনযোগ্য নয়। তখন পার্টি চীনের বিরোধীতা করে বলেছিল। সিপিএম কখনই চীনপন্থী ছিল না‌। আজও নেই। চীনের চেয়ারম্যান কোনোদিনই সিপিএমের চেয়ারম্যান ছিল না। এটা ভুল পথ। আমরা চিরকালই জোট নিরপেক্ষ নীতি নিয়ে চলেছি।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সূর্যকান্ত মিশ্রের এই বক্তব্য সত্যি বর্তমান সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে বিরোধীদের মতে, আসলে সিপিএম বাংলায় এখন সাইনবোর্ডে পরিণত হয়ে গিয়েছে। যখন গোটা দেশে চীনের বিরুদ্ধে আওয়াজ উঠছে, তখন পরিস্থিতিকে আচ করে সিপিএমের পক্ষ থেকে সেই চীনের বিরোধিতার কথা বলা হলেও, আসলে এটা ভূতের মুখে রাম নাম। আসন্ন নির্বাচনের দিকে তাকিয়েই সিপিএম এই কাজ করছে। সব মিলিয়ে এবার চীন-ভারত সংঘর্ষের পরে চীনের বিরোধিতা করে সূর্যকান্ত মিশ্র বক্তব্য রাখার পরেই, তার সেই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে সিপিএমকে কার্যত কোণঠাসা করতে প্রস্তুত বিরোধীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!