এখন পড়ছেন
হোম > রাজ্য > 370 নিয়ে মোদির শহর পদক্ষেপ ঘিরে বড়সড় আশঙ্কাপ্রকাশ করলেন বাজপেয়ীর অন্যতম “বড় ভরসা”

370 নিয়ে মোদির শহর পদক্ষেপ ঘিরে বড়সড় আশঙ্কাপ্রকাশ করলেন বাজপেয়ীর অন্যতম “বড় ভরসা”

সম্প্রতি রাজ্যসভার পর লোকসভাতে পাস হয়েছে বহু প্রতীক্ষিত ৩৭০ ধারা অবলুপ্তি বিল। যাতে কেন্দ্র ও মোদি সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে দেশের মানুষ। জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পরই বিভিন্ন জায়গায় আতশবাজি এবং মিষ্টিমুখ করানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

সূত্রের খবর, এদিন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর একটি বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানে কাশ্মীরের 370 ধারা অবলুপ্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি মনে করি, 370 এ দেশ ও কাশ্মীরের কোনও উপকার হয়নি। একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার মনে কোনো সংশয় নেই যে 370 বিলোপের পরে কাশ্মীরের সন্ত্রাসবাদ শেষ হয়ে যাবে এবং কাশ্মীর উন্নয়নের পথে এগিয়ে যাবে।” তবে এই ব্যাপারে কিছুটা ভিন্নমত পোষণ করতে দেখা গেল বাজপেই জমানার প্রধান এ এস দুলালকে।

জানা যায়, এদিন একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরাম যেমন বলেছেন, 370 অনুচ্ছেদ বিলোপের রুপকারেরা একদিন অনুতাপ করবেন, আমিও তেমনই মনে করি কাশ্মীরকে দেখার অভিজ্ঞতা থেকে নিরাপত্তা সন্ত্রাসের বিষয়টি জানার ফলে আমার আশংকা, এতে সন্ত্রাসবাদ বাড়তে পারে। হয় এখনই, তা না হলে আগামী দিনে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর কেন্দ্রের পক্ষ থেকে কাশ্মীরে 370 ধারা অবলুপ্তি ঘটিয়ে যখন যুগান্তকারী সিদ্ধান্ত নিতে দেখা গেছে মোদি সরকারকে, ঠিক তখনই বাজপেয়ী আমলের র” প্রধান এ এস দুলালের এই মন্তব্য অনেকটাই অস্বস্তিতে ফেলতে পারে কেন্দ্রীয় সরকারকে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

বস্তুত, এর আগে বিরোধীরা কেন্দ্রের এহেন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছিলেন। কিন্তু সাধারণ দেশবাসী এবং বিজেপি নেতা থেকে পদাধিকারীরা এর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। তবে এবার বাজপেয়ী আমলের র এর প্রাক্তন প্রধানের এই কাশ্মীরে 370 ধারা বিলোপের সিদ্ধান্তের বিরোধী মন্তব্য কেন্দ্রকে ঠিক কতটা স্বস্তি দেয়! সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!