এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পিকের পরিকল্পনায় এবার “পিসি-ভাইপোর” উন্নয়ন ঘরে ঘরে পৌঁছাবে ঝুলনের মাধ্যমে

পিকের পরিকল্পনায় এবার “পিসি-ভাইপোর” উন্নয়ন ঘরে ঘরে পৌঁছাবে ঝুলনের মাধ্যমে


একসময় ছোট ছোট শিশুরা ঝুলন উপলক্ষে নিজেদের বাড়িতে কোথাও পৌরাণিক কাহিনী আবার কোথাও বা গ্রামের দৃশ্য সাজিয়ে তুলত। কিন্তু সময়ের চাকা ঘোরার সাথে সাথে এখন তা অতীত হয়ে দাঁড়িয়েছে। তবে এবার ভোট কৌশলী প্রশান্ত কিশোরের হাত ধরে সেই ঝুলন যাত্রা দেখতে পাবে বঙ্গবাসী।

কিন্তু তা কোন গ্রামের দৃশ্য বা পৌরাণিক কাহিনী নয়, বিগত আট বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলা ঠিক কিভাবে সেজে উঠেছে, তারই দৃশ্য তুলে ধরা হবে সাধারণ মানুষের সামনে। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রশান্ত কিশোরের টিমের তরফ থেকে তৈরি ফেসবুকে “আমার গর্ব মমতা” পেজে বাংলার খন্ডচিত্র ব্যবহার করে রাজ্যবাসীকে ঝুলন যাত্রার শুভেচ্ছা জানানো হয়েছে।

যেখানে বাংলার উন্নয়নের দৃশ্য চোখে পড়ছে। তবে ছোটবেলায় শিশুরা রাধা কৃষ্ণকে যেভাবে সাজিয়ে তুলতে ঝুলন যাত্রায়, এখানে সেই ঝুলন সাজাতে দেখা যাচ্ছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর যাকে সাহায্য করছেন তৃণমূল যুবর সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে তৈরি সেই ঝুলন দৃশ্য দেখতে হাজির হয়েছে অনেক কচিকাঁচারা। “আমার গর্ব মমতা” পেজের এই ঝুলন যাত্রায় যেমন রাজ্যের উড়ালপুল, রাস্তা, সেতু, বহুতল ঠাঁই পেয়েছে, ঠিক তেমনই বাংলার সংস্কৃতি হিসেবে ছৌ নাচ, বাউল, সুজলা-সুফলা শস্য-শ্যামলা বসুন্ধরার চিত্রও তুলে ধরেছে প্রশান্ত কিশোরের টিম।

ফেসবুকের এই ছবি তুলে ধরে সেই পেজে লেখা হয়েছে, “গত 8 বছরে বাংলাকে প্রগতির পথে পরিচালনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে দীর্ঘ অপশাসনের পরে একগুচ্ছ উন্নয়নমূলক কর্মকান্ড উপহার দিয়েছেন তিনি। তাই বাংলার মানুষের গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়।”

তবে তৃণমূলের এই ফেসবুক পেজের ঝুলন যাত্রায় কয়েকটা বিরোধী কমেন্টস বাদ দিয়ে প্রায় বেশিরভাগই মমতাজ স্তুতি হিসেবে ব্যবহৃত হয়েছে। সব মিলিয়ে এবার ঝুলন যাত্রায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাকে মুখ্যমন্ত্রী কিভাবে সাজিয়েছেন, তারই খন্ডচিত্র তুলে ধরে এএক অভিনব পদক্ষেপ তৃণমূলের ভোটব্যাঙ্ক কৌশলী প্রশান্ত কিশোরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!