এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অবশেষে আলাপন প্রসঙ্গে মুখ খুললেন হেভিওয়েট তৃণমূল সাংসদ, তীব্র আক্রমণ কেন্দ্রকে

অবশেষে আলাপন প্রসঙ্গে মুখ খুললেন হেভিওয়েট তৃণমূল সাংসদ, তীব্র আক্রমণ কেন্দ্রকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনা হলেও সেভাবে মুখ খুলতে দেখা যায়নি রাজ্যের অন্যতম হেভিওয়েট তৃণমূল নেতা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু আজকে অবশেষে আলাপন প্রসঙ্গে মুখ খুললেন তিনি এবং প্রসঙ্গক্রমে তিনি ব্যাপক ক্ষোভ উগরে দিলেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর।

প্রসঙ্গত,  অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চল পরিদর্শনে গিয়েছিলেন আর সেখানেই তিনি যাবতীয় মন্তব্য করলেন। জানা গিয়েছে, আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের তরফ থেকে বিপর্যয় মোকাবিলা আইনের পরিপ্রেক্ষিতে শোকজ করা হয়েছে। আর ঠিক এইখানেই তাঁর যাবতীয় আপত্তি জানালেন অভিষেক।

তিনি বিস্ফোরক ভঙ্গীতে জানিয়েছেন, যে আইনের আওতায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার, একই আইনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিজেপির অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। এবং তাঁর এই মন্তব্যে যুক্তির পরিপ্রেক্ষিতে অভিষেক জানান, করোনার দ্বিতীয় ঢেউ যখন দেশজুড়ে আছড়ে পড়েছে, যখন মানুষের ঘরে থাকার কথা ঠিক সেসময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ একের পর এক এই রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রায় প্রতিদিন এসেছেন, সভা করেছেন।

এমনকি প্রধানমন্ত্রী তাঁর সভায় প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন দেখে রীতিমতো প্রশংসা করেছেন। তাই অভিষেকের দাবি, বিপর্যয় মোকাবিলা আইন যদি আলাপন বন্দ্যোপাধ্যায়ের ওপর লাগু হয়, তাহলে সেই একই আইন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও লাগু হওয়া উচিত। আলাপন প্রসঙ্গে অভিষেক আরও বলেন, বাংলার মানুষের জন্য যিনি কাজ করছিলেন সেই মুখ্যসচিবকেই বেছে নিয়ে শোকজ করা হয়েছে।

প্রসঙ্গত জানা গিয়েছে, আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজে প্রশ্ন করা হয়েছে, কেন প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত থেকেও তিনি অংশগ্রহণ না করে বেরিয়ে গিয়েছিলেন? অন্যদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, কেন্দ্রের তরফ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে রাজ্য সরকার যে আলাপন বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে সে ব্যাপারেও স্পষ্ট বার্তা দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন মহেন্দ্রপুর, দুর্গাচক এলাকার ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন। সেখানকার দুর্গতদের সঙ্গেও কথা বলেন। তিনি জানান, মানুষের পাশে থেকে সমস্যা বোঝার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। আমফানের সময় বিরোধীরা যেভাবে তৃণমূল দলকে বিব্রত করার চেষ্টা করেছিল, তা নিয়েও যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন অভিষেক।

তবে এবার রাজ্য সরকারের তরফ থেকে দুয়ারে ত্রাণ পৌঁছানোর যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার ভূয়সী প্রশংসা করে অভিষেক জানান, দুর্দিনে মানুষের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে তাঁদের আর্থিক সাহায্য করা হবে বলে আশ্বাস দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আলাপন বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে আজ আক্রমণ করলেন তা যথেষ্ট উল্লেখযোগ্য বর্তমান প্রেক্ষাপটে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত আলাপন বন্দ্যোপাধ্যায় নিজে কিভাবে পরিস্থিতি সামাল দেন, সেদিকেই এখন থাকছে নজর।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!