এখন পড়ছেন
হোম > জাতীয় > চীনের সঙ্গে আবহে শহীদ জওয়ানের বাবার ভিডিও পোস্ট করে রাহুলকে কড়া বার্তা অমিতের!

চীনের সঙ্গে আবহে শহীদ জওয়ানের বাবার ভিডিও পোস্ট করে রাহুলকে কড়া বার্তা অমিতের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি ভারত-চীন সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ভারতে প্রায় কুড়ি জন জওয়ান। ভারতবাসী চাইছে, এই পরিস্থিতিতে চীনের বিরুদ্ধে বদলা নেওয়া হোক। এমনকি সর্বদলীয় বৈঠক করে কিভাবে এগোনো যায়, তার জন্য সকলের মতামত শুনেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। আর এই পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী। আর রাহুল গান্ধীর কটাক্ষের জবাব দিয়ে এক শহীদ জওয়ানের বাবার ভিডিও টুইটারে প্রকাশ করে রীতিমতো সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা গান্ধীকে অনেকটাই চাপে ফেলে দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

প্রসঙ্গত উল্লেখ্য, লাদাখের ঘটনার পর টুইটারে কেন্দ্রের উদ্দেশ্যে প্রশ্ন করেন কংগ্রেসের রাহুল গান্ধী। যেখানে তিনি বলেন, “চীনের আগ্রাসনের কাছে ভারতের এলাকা সমর্পণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। যদি তাই হয়, তাহলে আমার দুটি প্রশ্ন, আমাদের জওয়ানরা কেন শহীদ হলেন! আমাদের জওয়ানরা কোথায় শহীদ হলেন!

আর এর পরেই ভারতের এই দুর্দিনে রাহুল গান্ধী কেন এই ধরনের কথা বলছেন, তা নিয়ে কংগ্রেস এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে সংকীর্ণ রাজনীতির অভিযোগ করে ভারতীয় জনতা পার্টি। যেখানে এক শহীদ জওয়ানের বাবার ভিডিও পোস্ট করে কংগ্রেসকে কার্যত কোণঠাসা করে দিলেন অমিত শাহ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে একটি টুইট করা হয়। যেখানে দেখা যায়, হলুদ রঙের পাগড়ি এবং সাদা রঙের কুত্তা পড়া এক বৃদ্ধ বলছেন, “ভারতীয় সেনা খুব শক্তিশালী। এই সেনা চীন ও অন্যান্য দেশকে হারাতে পারে। রাহুল গান্ধী আপনার এই সময় রাজনীতি করা উচিত নয়। আমার ছেলে লড়াই করেছে ও আবার লড়াই করবে। আমি প্রার্থনা করছি, ও দ্রুত সুস্থ হয়ে উঠুক।”

এদিন এই ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডেলের প্রকাশ করে রাহুল গান্ধীকে পাল্টা কটাক্ষ করেন অমিত শাহ। তিনি বলেন, “একজন সাহসী সেনা জওয়ানেনের বাবা রাহুল গান্ধীর উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন। যে মুহূর্তে গোটা দেশ একতার মন্ত্রে উদ্দীপ্ত, সেই সময় দেশের স্বার্থে রাহুল গান্ধীর উচিত, সংকীর্ণ রাজনীতির উর্ধ্বে উঠে দেশের মানুষের পাশে দাঁড়ানো।”

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে যখন কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করা হচ্ছে, ঠিক তখনই এক জওয়ানের বাবার ভিডিও পোস্ট করে রীতিমত রাহুল গান্ধীকে অস্বস্তিতে ফেলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!