এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > ওদের দুধ খাওয়ালেও সুযোগ পেলেই ওরা কামড়াবে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

ওদের দুধ খাওয়ালেও সুযোগ পেলেই ওরা কামড়াবে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত বুধবার দীপাবলির রাতে বাড়ির মধ্যেই গুলিবিদ্ধ হন পুরুলিয়ার পুঞ্চার পাড়ুই গ্রামের তৃণমূল কর্মী পিন্টু সিনহা। আর তারপরই হাসপাতালে মৃত্যু হয় তার। এদিকে এই তৃণমূল কর্মীর মৃত্যুর পরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পুলিশের পক্ষ থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়। যার মধ্যে একজন বিজেপি কর্মী বলেই পরিচিত।

আর এরপরই শোরগোল পড়ে যায় জেলা রাজনীতিতে। শুক্রবার রাতে সেই তৃণমূল কর্মী পিন্টু সিনহার মৃতদেহ গ্রামে পৌঁছনোর সাথে সাথেই সেখানে মোমবাতি মিছিল করে তৃণমূল কংগ্রেস। এদিকে মৃত কর্মীর পরিবার-পরিজনের পাশে গতকাল দুপুর তার বাড়িতে আসেন যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পরিবারের সদস্যদের সাথে দেখা করে আর্থিক সাহায্যর পাশাপাশি পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তৃনমূলের এই যুবরাজ। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রামে পৌঁছনোর আগেই এদিন তৃণমূল কর্মী পিন্টু সিনহার মৃত্যুতে উপযুক্ত দোষীদের শাস্তি দেওয়ার দাবিতে পাড়ুই গ্রামে ঢোকার তিন দিকের রাস্তাই অবরুদ্ধ করেন এলাকাবাসীরা। পরে অবশ্য জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে তারা এই অবরোধ থেকে সরে আসেন।

এদিকে এদিন মৃত কর্মীর পরিবারের সাথে দেখা করে সেই পিন্টু সাহার মৃত্যুতে একটি ধিক্কার সভারও আয়োজন করে তৃণমূল কংগ্রেস। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ জেলার তৃণমূলের একাধিক বিধায়ক এবং নেতারা।

সূত্রের খবর এই সভা থেকেই নাম না করে বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দেন তৃণমূলের যুবরাজ। তিনি বলেন, “কয়েকজন সিপিএমের হার্মাদ ঝারখন্ড থেকে দুষ্কৃতী এনে খুনের রাজনীতি করছে। মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে এলাকায় কোন দুষ্কৃতী ঢুকতে পারবে না। গ্রামে কোনো বহিরাগতকে দেখলেই পুলিশে খবর দিন। সীমান্তবর্তী এলাকায় যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখান থেকেই এরকম ঘটনা ঘটছে।”

পাশাপাশি এই খুনের ঘটনায় দুষ্কৃতীদের কেউটে সাপ বলেও অভিহিত করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়‌। তিনি বলেন, “আপনাদের এলাকায় যদি কেউ অশান্ত করতে চায়, তাহলে কেউটে সাপ ঢুকলে যে আচরণ করেন গণতান্ত্রিকভাবে সেই দুষ্কৃতিকারীদেরও সেই জবাব দিতে হবে। মাথায় রাখবেন, আপনি ওদের যতই দুধ খাওয়া, সুযোগ পেলেই ওরা কিন্তু কামড়াবে।”

এদিকে মৃত তৃণমূল কর্মী পিন্টু সিনহার পরিবারের সঙ্গে দেখা করলে মৃতের মা রেনুকা সিনহা ছেলের খুনে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পাল্টা তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এদিনের এই সভা থেকে আশ্বাস দিয়ে বলেছেন, “চিন্তা করবেন না। আপনাদের পাশে সব সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন।” সব মিলিয়ে পাড়ুই গ্রামের নিহত তৃণমূল কর্মীর মৃত্যুতে নাম না করে বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে ফের নিজেদের রাজনৈতিক সুরকে আরও চওড়া করল তৃণমূল কংগ্রেস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!