এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পঞ্চায়েতে ‘ভোট না করানোর’ কথা মেনে নিলেন খোদ অনুব্রত? বিধানসভার আগে চরম অস্বস্তিতে তৃণমূল?

পঞ্চায়েতে ‘ভোট না করানোর’ কথা মেনে নিলেন খোদ অনুব্রত? বিধানসভার আগে চরম অস্বস্তিতে তৃণমূল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের বিভিন্ন বিতর্কিত মন্তব্যের সঙ্গে এতদিনে পরিচিত হয়ে গেছি আমরা। কখনো চরাম চরাম, কখনো বিরোধীদের পাচন দাওয়াই। আর এর মাঝেই লোকসভা নির্বাচনে রাজ্যজুড়ে শাসকদলের কোণঠাসা অবস্থা কিছুটা বদল এনেছে বর্তমানে বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কথায় বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিন্তু এবার পঞ্চায়েত ভোট নিয়ে বুথ সভাপতির মুখে প্রকাশ্যে মন্তব্য শুনে অনুব্রত মণ্ডল যা বললেন, তা নিয়ে এবার শুরু হয়েছে রাজনৈতিক মহলে তুমুল শোরগোল।

2018 এর পঞ্চায়েত নির্বাচন করতে না দেওয়ার মাশুল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে শাসকদল বলে মত রাজনৈতিক মহলের। কার্যত বৃহস্পতিবার সাঁইথিয়ায় বুথ কর্মী সম্মেলনে অনুব্রত মণ্ডল এবার স্পষ্ট করে স্বীকার করে নিলেন, পঞ্চায়েত ভোট না করা ভুল হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মাঠপালসা অঞ্চলের মহিষাদলের 197 নম্বর বুথের সভাপতিটকে ডেকে পাঠান জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং ওই বুথে গত লোকসভা নির্বাচনের ফলাফলের কারণ জানতে চান তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাল্টা বুথ সভাপতি অনুব্রত মণ্ডলকে জানান, গত পঞ্চায়েতে নির্বাচন না হওয়ার জন্য মানুষের মনে ক্ষোভ বেড়ে উঠেছে। যেহেতু সিলেকশন হয়ে নির্বাচিত হয়ে এসেছে, দলের অন্দরেও ক্ষোভ বেড়েছে। তাই মানুষের ক্ষোভের মাশুল দিতে হয়েছে এবং হার স্বীকার করতে হয়েছে। আর এই কথার ভিত্তিতেই এবার অনুব্রত মণ্ডল জানিয়ে দিলেন, এবার থেকে পঞ্চায়েত ভোট হবে। নিজেরা নিজেদের ক্ষমতায় এলাকায় জিতবে। প্রকারান্তরে তিনি স্বীকার করে নিলেন, পঞ্চায়েত নির্বাচন না করিয়ে ভুল হয়েছে শাসকদলের। তবে এদিন অনুব্রত মণ্ডল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, 70 বছর ধরে কংগ্রেস ক্ষমতায় ছিল কিন্তু মানুষের কোনো উপকার করেনি।

অন্য দিকে রাজ্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এদিক থেকে বহুগুণে এগিয়ে রয়েছেন সেকথাও জানাতে ভোলেননি তিনি। এদিন সাঁইথিয়ায় অনুব্রত মণ্ডল হাতোরা, মাঠপলসা এবং বনগ্রাম অঞ্চলের বুথ কর্মীদের নিয়ে বৈঠক করেন। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, 2018 র পঞ্চায়েত ভোট না করা শাসকদলের কাছে অন্যতম বড় ভুল হিসেবে বিবেচিত হচ্ছে এখন। যার ফল 2019 এর লোকসভা নির্বাচনে ভুগেছে শাসক দল। তাই এবার প্রকাশ্যে ভুল স্বীকার দলের অন্যতম নেতার। আপাতত দেখার অনুব্রত মণ্ডলের এই বিস্ফোরক স্বীকারোক্তি 2021 এর বিধানসভা নির্বাচনে শাসক শিবিরকে কোন বিশেষ সুবিধা দিতে পারে কিনা!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!