এখন পড়ছেন
হোম > জাতীয় > অবশেষে ঘোষিত হল হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম

অবশেষে ঘোষিত হল হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম

অনেক টালবাহানার পর অবশেষে ঘোষিত হল হিমাচল প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। সবাইকে পিছনে ফেলে রাজ্যের ৫ বারের বিধায়ক জয়রাম ঠাকুরের নামে শেষপর্যন্ত সিলমোহর পড়ল। বিজেপির শীর্ষ নেতৃত্ত্বের তরফ থেকে নির্মলা সীতারামন ও নরেন্দ্র সিংহ তোমর বৈঠক করেন হিমাচল প্রদেশে বিজেপির সদ্য নির্বাচিত বিধায়কদের সঙ্গে। সেখানেই সর্বসম্মতিক্রমে জয়রাম ঠাকুরকে দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়।
প্রসঙ্গত, হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে যাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয়েছিল সেই প্রেম কুমার ধুমল নির্বাচনেই হেরে যান। কিন্তু অসম্ভব জনপ্রিয় এই নেতাকেই মুখ্যমন্ত্রী করে কোনো উপনির্বাচন থেকে জিতিয়ে আনার প্রস্তাব ওঠে বিজেপির অন্দরে। কিন্তু গতকাল প্রেম কুমার ধুমল নিজে মুখ্যন্ত্রীর দৌড় থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন, ফলে জয়রাম ঠাকুরের নামে সিলমোহর পড়া কার্যত ছিল সময়ের অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!