এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সবং উপনির্বাচনে বিজেপির ভোট বৃদ্ধি নিয়ে রীতিমত উদ্বেগে মানস ভূঁইয়া

সবং উপনির্বাচনে বিজেপির ভোট বৃদ্ধি নিয়ে রীতিমত উদ্বেগে মানস ভূঁইয়া


সবং উপনির্বাচনে বিরোধীদের কয়েক মাইল পিছনে ফেলে রেখে দিয়ে সবংয়ের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের বর্তমান রাজ্যসভার সাংসদ মানস ভূঁইয়ার স্ত্রী গীতারানি ভূঁইয়া তৃণমূল কংগ্রেসের দাপটের জয় তুলে নিয়েছেন। ৬৪ হাজারেরও বেশি ভোটে জিতে ২০১৬ সালে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসাবে মানস বাবুর করা প্রায় ৫০ হাজার ভোটের মার্জিনও টপকে গিয়েছেন তিনি। কিন্তু নিজের স্ত্রীর জয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে আনন্দের পাশাপাশি মানসবাবুর গলাতে ধরা পড়ল উদ্বেগ। আর এই উদ্বেগের কারণ বিজেপির ভোট বৃদ্ধি। গত বিধানসভা নির্বাচনে যে বিজেপি ভোট পেয়েছিল ২.৫ শতাংশের কাছাকাছি, তারাই বছর ঘুরতে না ঘুরতেই সেই ভোট প্রায় আরো অতিরিক্ত ১৬ শতাংশ বাড়িয়ে ফেলে ১৮ শতাংশের উপরে চলে গেছে।
আর তাই বিজেপির এই ভোটবৃদ্ধি নিয়ে রীতিমতো উদ্বেগপ্রকাশ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা সবংয়ের ‘ভোট-ম্যানেজার’ মানস রঞ্জন ভূঁইয়া। নিজের স্ত্রীর জয়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মানসবাবু বলেন, অবাক হচ্ছি কীভাবে বিজেপি এত ভোট পেল! আমার মনে হয় দাপাদাপি করে, বোম-বোম করে, বহিরাগত এনে এই পরিমাণ ভোট পেয়েছে। স্বচ্ছভাবে এত বেশি ভোট পেতে পারে না তারা। বিজেপির এই ভোটবৃদ্ধি নিয়ে দলীয়ভাবে বুথ ভিত্তিক চুলচেরা বিশ্লেষণ করা হবে। সঙ্গে তিনি যোগ করেন, তৃণমূলের উন্নয়নের জয় হয়েছে। বিজেপির ভোট সেভাবে বৃদ্ধি হয়নি, আমের মুকুলকে নিয়ে এসেছে। কিন্তু অতিরিক্ত কুয়াশায় মুকুল শুকিয়ে গেছে, গুজরাতের পর এই নির্বাচন দেখিয়ে দিল বিজেপির শেষের শুরু হয়ে গেল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!