এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নতুন এক মামলায় তলব রাজীব কুমারকে, অস্বস্তি কি বাড়ছে!

নতুন এক মামলায় তলব রাজীব কুমারকে, অস্বস্তি কি বাড়ছে!


এতদিন সারদাকাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করতে দেখা যাচ্ছিল তদন্তকারীদের। কিন্তু এবার ফের এক নতুন মামলায় তাকে তলব করা হল। সূত্রের খবর, রোজভ্যালি কাণ্ডে এই রাজীব কুমারকে জেরার জন্য তদন্তকারীদের তরফে ডাকা হয়েছে।

বৃহস্পতিবার তাকে হাজিরা দেওয়ার কথা বলা হলেও তিনি এদিন সিবিআই দপ্তরে হাজিরা দিতে পারবেন না বলে দুই সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন রাজীব কুমার। আর সারদা কাণ্ডের পর এবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে জেরার জন্য ডাকায় সেই রাজীব কুমারের অস্বস্তি আরও বাড়বে বলেই মনে করছে একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, সারদা মামলায় সিবিআই রাজীব কুমারকে শিলংয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। যে ঘটনায় গ্রেফতারি এড়াতে রাজীব কুমার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তাকে রক্ষাকবজ দেওয়া হয়। তবে গত 17 মে সেই রক্ষাকবচের মেয়াদ বাড়াতে অস্বীকার করে শীর্ষ আদালত। যার পরবর্তীতে তাকে সাত দিনের আইনি সুরক্ষা দেওয়া হয়েছে।

এদিকে এরপর সেই রাজীব কুমার বারাসত আদালতে আগাম জামিনের আর্জি জানিয়ে মামলা করলে সেই আবেদন ত্রুটিপূর্ণ হওয়ায় তা গৃহীত হয়নি। তবে এর আগে গত 2 জুলাই এই মামলার শুনানিতে রাজীবের গ্রেফতারির অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।

আর এবার নতুন করে রোজভ্যালি কাণ্ডে সিবিআইয়ের পক্ষ থেকে রাজীব কুমারকে জেরা করতে চাওয়ায় কোন পথে এগোয় গোটা ঘটনা, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!