এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রের এই সিদ্ধান্তকে তুঘলকি সিদ্ধান্ত বললেন ফিরহাদ

কেন্দ্রের এই সিদ্ধান্তকে তুঘলকি সিদ্ধান্ত বললেন ফিরহাদ

রাজ্যের পাঁচ জেলার উন্নয়নমূলক প্রকল্পে কেন্দ্রের সিদ্ধান্তে অসন্তুষ্ট রাজ্য সরকার।নদিয়া, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুর প্রমুখ পিছিয়ে পড়া এই পাঁচ জেলায় খুৱ শীঘ্রই উন্নয়নমূলক কাজ শুরু করতে চলেছে কেন্দ্র সরকার।কেন্দ্রের রিপোর্ট থেকে জানা গিয়েছে এই সকল প্রকল্পের অগ্রগতিকে সঠিক ভাবে পর্যালোচনা করবার জন্য প্রত্যেক জেলায় নিয়োগ করা হবে পর্যবেক্ষক।এই বিষয়েই রাজ্যের উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল নেতা ফারিহাদ হাকিম প্রধানমন্ত্রীর এই কাজকে“তুঘলকি” ও বিজেপি সরকারের এই সিদ্ধান্তকে “তুঘলকি সিদ্ধান্ত” বলে সমালোচনায় মুখর হয়েছেন।তিনি জানান, “তুঘলকি করে ভারতবর্ষ চালানো যায় না। তুঘলকও ভারতবর্ষ চালাতে পারেনি। প্রধানমন্ত্রীও এখন যে তুঘলকি কারবার শুরু করেছেন, তিনিও চালাতে পারবেন না। রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই কেন্দ্রের। কেন্দ্র ও রাজ্য সরকারের নিজ নিজ দায়িত্ব আছে। দুই সরকারই মানুষের ভোটে নির্বাচিত। তাই, রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না।”

গতকাল কেন্দ্র সরকারের দ্বারা প্রকাশিত ১১৫ টি পিছিয়ে পড়া জেলার মধ্যে পশ্চিমবাংলার পাঁচ জেলার নামকে তালিকা ভুক্ত করা হয়েছে।এই সকল জেলায় উন্নয়নমূলক কাজের দেখাশোনার জন্য রাখা হবে কেন্দ্রীয় পর্যবেক্ষক।আর এই সিদ্ধান্তেই অখুশি রাজ্য সরকার।নবান্নের বক্তব্য এটা তাদের অধিক্ষেত্রের উপর জোর করে হস্তক্ষেপের চেষ্টা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!