এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিচারপতিকে আক্রমণ কল্যানের, ফের পিছিয়ে গেল নারদ মামলার শুনানি!

বিচারপতিকে আক্রমণ কল্যানের, ফের পিছিয়ে গেল নারদ মামলার শুনানি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দীর্ঘদিন ধরেই চলছে নারদ মামলার শুনানি। তবে সেই শুনানি শেষে রায়দান কবে হবে, তার দিকে তাকিয়ে রয়েছেন সকলে। ইতিমধ্যেই নারদ মামলায় গ্রেফতার হওয়া চার হেভিওয়েটকে মুক্তি দেওয়া হয়েছে। তবে তা সত্ত্বেও এই মামলা নিয়ে জটিলতা কমছে না। কখনও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীকে মামলায় পক্ষ করা, আবার কখনও বা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পদক্ষেপে সন্তুষ্ট না হয়ে পাল্টা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মামলা করা, এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন সময় দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছিল এই নারদ মামলার শুনানি নিয়ে।

তবে আশা করা হয়েছিল, বৃহস্পতিবার নারদ মামলার শুনানিতে একটা চূড়ান্ত ফয়সালা হবে। কিন্তু শুনানি শেষে গোটা বিষয়টি অধরাই থেকে গেল। যেখানে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পদক্ষেপ নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। আর এরপরেই তার জবাব দেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। পরবর্তীতে এই নারদ মামলার শুনানির দিন পিছিয়ে যান তারা।

সূত্রের খবর, এদিন কলকাতা হাইকোর্টে নারদ মামলার শুনানি শুরু হতেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন, “ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এই মামলায় যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন, তা ঠিক হয়নি।” স্বাভাবিকভাবেই কল্যান বন্দ্যোপাধ্যায়ের মত আইনজীবী এই কথা বলার পরেই তা নিয়ে পাল্টা মন্তব্য করতে দেখা যায় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “আজকে সিনেমা করার প্রয়োজন নেই। ট্রেলার দেখান।” আর এরপরই কলকাতা হাইকোর্টের বিচারপতি বৃহত্তর বেঞ্চ মামলার পরবর্তী শুনানির দিন জানিয়ে দেয়। যেখানে আগামী আগস্ট মাসের 16 তারিখে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। অর্থাৎ একের পর এক দিন পেরিয়ে যাচ্ছে। কিন্তু নারদ মামলার শুনানি চূড়ান্ত হচ্ছে না। যার ফলে স্পষ্ট হচ্ছে না গোটা ব্যাপারটি। আর এবার আবারও সেই শুনানি পর্ব পিছিয়ে গেল।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের কিছুদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ সদস্য এবং এক তৃণমূল বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে এই নারদ কান্ডে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরবর্তীতে তাদেরকে মুক্তি দেওয়ার দাবি তুলে তৃণমূলের সর্বভারতীয় নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই দপ্তরে উপস্থিত হতে দেখা যায় বলে অভিযোগ করে একাংশ।

এমনকি এই রাজ্যে এই মামলা চললে প্রভাব বিস্তার করার চেষ্টা হতে পারে বলেও অভিযোগ করা হয়। আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আইনমন্ত্রীকে সেই মামলায় পক্ষ করা হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সম্প্রতি তাদের হলফনামা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়। আর তার মাঝেই আবারও নারদ মামলার শুনানির দিন পিছিয়ে গেল। স্বাভাবিক ভাবেই আগামী আগস্ট মাসের 16 তারিখে এই মামলার শুনানির দিন ধার্য হওয়ায় গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!