এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গ্রেপ্তারীর চরম ভয়ে ছিলেন নুসরত! জেরা থেকে বেড়িয়েই পুজো, ধরতেই পারলো না ইডি!

গ্রেপ্তারীর চরম ভয়ে ছিলেন নুসরত! জেরা থেকে বেড়িয়েই পুজো, ধরতেই পারলো না ইডি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-শেষমেষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চোখে ধুলো দিয়ে জেরা থেকে বেরিয়ে এলেন নুসরাত জাহান। কিন্তু ধরতেই পারল না ইডির কর্তারা। সারা দিনের নাটক দেখে তেমনটাই বলছেন সকলে। ফ্ল্যাট দুর্নীতির ঘটনায় প্রায় ছয় ঘন্টা জেরা করা হয়েছিল তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট অভিনেত্রী নুসরাত জাহানকে। বাইরে বেরিয়ে এসে গাড়ি করে তিনি সোজা চলে গেলেন স্থানীয় একটি মন্দিরে যেখানে পূজো দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে দেখা গেল বসিরহাটের তৃণমূল সাংসদকে। আর এই সমগ্র বিষয় দেখেই প্রশ্ন করতে শুরু করেছে সমালোচক মহল।

অনেকে বলতেই পারেন, নুসরাত জাহানের পুজো দেওয়া নিয়ে কেন এত প্রশ্ন হবে? প্রশ্ন উঠছে, তার কারণ, বাংলার মানুষ ধর্মে বিশ্বাস করেন, এ কথা সত্যি। বিপদে পড়লে মানুষ ভগবানের কাছে যান, এটাও সত্যি। কিন্তু যেভাবে ফ্ল্যাট দুর্নীতির ঘটনায় নাম জড়াতে শুরু করেছিল এই তৃণমূল সাংসদের, তাতে তিনি যে দোষ করেছেন, তাতে নিশ্চিত ছিলেন সকলে। তাই হয়তো ছয় ঘন্টা পর তিনি বেরিয়ে এসেছেন, তার বিপদ মুক্ত হয়েছে, ফলে শেষ পর্যন্ত ঈশ্বরের শরণাপন্ন হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেল নুসরাত জাহানকে।

অনেকে বলছেন, ইডির এই জেরাতে বেশ টেনশনেই ছিলেন নুসরাত জাহান। শেষ পর্যন্ত তিনি বেরিয়ে এসেছেন, এ কথা সত্যি। তবে গ্রেফতারের একটা ভয়, চরম পদক্ষেপ নেওয়ার ভয় যে তার মধ্যেও ছিল, তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। তবে ইডি আধিকারিকরা তা ধরতে পারলেন না। আবার নিজেদের অপদার্থতার প্রমাণ দিয়ে ফেললেন। সমালোচক মহলের দাবি, এসব না করে হয় ইডি পদক্ষেপ গ্রহণ করুক, তা না হলে এই তদন্তের ভার তাদের হাত থেকে কেড়ে নেওয়া হোক।

বিশেষজ্ঞদের মতে, নুসরত জাহান বেরিয়ে পুজো দিয়েছেন। ফলে তার মানে এটা নয় যে, তিনি ভয়ে ছিলেন না। যদি এতই তিনি ভগবান প্রিয় হবেন, তাহলে জেরার আগে কেন তাকে ভগবানের কাছে প্রার্থনা করতে দেখা গেল না? তাহলে কি তার মনের মধ্যে আজকের দিনটা নিয়ে বড় ভয় ছিল! শেষ পর্যন্ত জেরা থেকে বেড়িয়ে এসে হয়ত অনেকটাই নিশ্চিন্ত এই তৃণমূল সাংসদ। ফলে ইডির ক্যালাসনেসের কাছে জিতে গেলেন তৃনমূল সাংসদ। তেমনটাই দাবি সমালোচক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!