এখন পড়ছেন
হোম > জাতীয় > দিলীপ-তথাগত হাইপ্রোফাইল বৈঠক নিয়ে জল্পনা গেরুয়া শিবিরের অন্দরে, জানুন বিস্তারিত ভাবে

দিলীপ-তথাগত হাইপ্রোফাইল বৈঠক নিয়ে জল্পনা গেরুয়া শিবিরের অন্দরে, জানুন বিস্তারিত ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মেঘালয়ের রাজ্যপাল পদ ছেড়ে আসার পরেই বাংলার সংগঠনে ধীরে ধীরে মনোনিবেশ করতে শুরু করেছেন তথাগত রায়। একসময় রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব সামলাতে দেখা গেছে তাকে। বর্তমানে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নানা বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন তথাগত বাবু। যার পরে আশঙ্কা করা হয়েছিল, এমনিতেই বাংলায় যখন বিজেপির মধ্যে দিলীপ ঘোষ এবং মুকুল রায়কে নিয়ে চর্চা চলছে, ঠিক তখনই তথাগত রায় যদি বাংলার সংগঠনে নজর দিতে শুরু করেন, তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব আরও বাড়বে।

আর এই পরিস্থিতিতে প্রথমে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠক করার পর এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি তথাগত রায়। জানা যায়, বর্তমানে দিলীপ ঘোষ কোয়ারেন্টাইনে রয়েছেন। কেননা কিছুদিন আগেই তার গাড়ির চালক এবং তার সঙ্গে থাকা পুলিশের গাড়ির চালক এবং এক কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই এই পরিস্থিতিতে নিয়ম মেনে তাকে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। কিন্তু তার মধ্যেই সেই দিলীপবাবুর সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেল তথাগত রায়কে। তবে 6 ফুট দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক দিয়ে বিজেপির বর্তমান রাজ্য সভাপতির সঙ্গে দেখা করলেন প্রাক্তন রাজ্য সভাপতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্তমান পরিস্থিতিতে তাদের দুজনের মধ্যে কি আলোচনা হল, তা নিয়ে যেমন গুঞ্জন সৃষ্টি হয়েছে, ঠিক তেমনই করোনা ভাইরাস নিয়ে সচেতনতার জন্য যখন দিলীপবাবু কোয়ারেন্টাইনে রয়েছেন, তখন তার সঙ্গে দেখা করা কি সত্যিই ন্যায়সঙ্গত, তা নিয়ে অনেকেই তুলতে শুরু করেছেন প্রশ্ন। যদিও বা এই প্রসঙ্গে তথাগত রায় বলেন, “মাস্ক, গ্লাভস পরে স্যানিটাইজার হাতে মেখে ঢুকেছি। দূরত্ব বজায় রেখে কথা বললে কোনো অসুবিধা হওয়ার কথা নয়।” কিন্তু কি আলোচনা হল তাদের মধ্যে?

এদিন এই প্রসঙ্গে সাংবাদিকদের বিজেপির বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “তথাগতবাবু দলীয় রাজনীতিতে ফিরলেন সংগঠন শক্তিশালী হবে। বিজেপি কোনো রাজ্যে সম্ভাব্য মুখ্যমন্ত্রী তুলে ধরে নির্বাচনে কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হবে না।” অর্থাৎ তথাগত রায়ের মত মুখ বিজেপিতে সক্রিয়ভাবে ফেরার সাথে সাথেই জল্পনা তৈরি হয়েছিল যে, তার মত ব্যক্তিত্বকে হয়ত বা 2021 এ বিজেপি মুখ করলেও করতে পারে।

কিন্তু এদিন তথাগতবাবুর সঙ্গে বৈঠকের পর সেই সমস্ত জল্পনাতে কার্যত জল ঢেলে দিয়ে দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন, বিজেপি নির্বাচনে সাফল্য পাওয়ার পরেই তাদের মুখ্যমন্ত্রী মুখ ঠিক করবে। তবে ধীরে ধীরে তথাগত রায়ের বঙ্গ রাজনীতিতে সক্রিয় হওয়া বিজেপিতে ত্রিফলা দ্বন্দ্ব তৈরি করে, নাকি সংগঠনকে আরও শক্তিশালী করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!