এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “ভাষা সন্ত্রাস চলছে, আমাকে কি না বলে !” বিরোধীদের কড়া আক্রমণ মমতার !

“ভাষা সন্ত্রাস চলছে, আমাকে কি না বলে !” বিরোধীদের কড়া আক্রমণ মমতার !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মাঝেমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে গণতন্ত্র ধ্বংসকারী সহ একাধিক বিষয়ে কটাক্ষ করতে দেখা যায় বিরোধী দল বিজেপির নেতা নেত্রীদের। তবে তার বিরুদ্ধে করা এই মন্তব্য যে তিনি খুব একটা ভালো চোখে নিচ্ছেন না, এবার তা স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবজোয়ারের সমাপ্তি সভা থেকে তার অভিযোগ, তাকে বিভিন্ন ভাষায় আক্রমণ করা হয়, নরম মাটি বলে কামড়ে ধরা হয়। এক কথায় ভাষা সন্ত্রাস চলছে বলে বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দেন বাংলার প্রশাসনিক প্রধান।

প্রসঙ্গত, শুক্রবার নবজোয়ারের সমাপ্তি সভায় বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বিরোধীদের একের পর এক বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “ভাষা সন্ত্রাস চলছে, শব্দ দূষন চলছে, কুৎসার দুর্যোগ চলছে। আমাকে কিনা ভাষায় আক্রমণ করে! অভিষেককে বিভিন্ন ভাষায় আক্রমণ করে, আমার পরিবারকে আক্রমণ করে। মাটি নরম বলে আজকে কামরাতে ভালো লাগছে। আমরা যত মানবিক হচ্ছি, ওরা তত দানবিক হচ্ছে।”

বিশেষজ্ঞরা বলছেন, এই বক্তব্যের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতাকেই হয়তো আক্রমণ করলেন। কেননা বিভিন্ন সময় শুভেন্দু অধিকারী নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে পর্দাফাঁস করে দিয়েছেন। এমনকি তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নাম না করে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। স্বভাবতই এটা তৃণমূলের কাছে যথেষ্ট অস্বস্তির কারণ। তাই এই পরিস্থিতিতে নিজের বক্তব্যের মধ্যে দিয়ে হয়তো সেই বিরোধী দলনেতাকেই বার্তা দিতে চাইলেন বাংলার প্রশাসনিক প্রধান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!