এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “পঞ্চায়েতে হারলে কেন বন্ধ হবে লক্ষীর ভান্ডার!” মমতার বক্তব্য নিয়ে সোচ্চার দিলীপ!

“পঞ্চায়েতে হারলে কেন বন্ধ হবে লক্ষীর ভান্ডার!” মমতার বক্তব্য নিয়ে সোচ্চার দিলীপ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শুক্রবার নবজোয়ারের সমাপ্তি সভা থেকে তৃণমূল না থাকলে কে লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্যসাথী দেবে, সেই বিষয়ে জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। অনেকে বলছেন, প্রথম থেকেই বিরোধীরা বলেছিল, ভোট কেনার রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। এদিন তার বক্তব্যের মধ্যে দিয়ে সে কথাই প্রমাণিত হলো বলেই দাবি একাংশের। আর এই পরিস্থিতিতে পঞ্চায়েতে তৃণমূল হেরে গেলে কেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, সেই বিষয়ে প্রশ্ন তুলে পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তার দাবি, কেন্দ্রের টাকায় ফুটানি মারছে রাজ্য সরকার।

প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “কেন পঞ্চায়েতে হেরে গেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে! টাকা তো কেন্দ্রীয় সরকার দিচ্ছে! আমরা প্রথম থেকেই বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে এই সমস্ত প্রকল্প দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করছেন। কেন্দ্রের টাকায় ফুটানি মারছে রাজ্য সরকার।”

একাংশের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে চাপের মুখে ফেলে দিলেন। কেননা মুখ্যমন্ত্রী পঞ্চায়েতকে লক্ষ্য রেখে তারা না থাকলে একাধিক উন্নয়নমূলক প্রকল্প জনতার কাছে কে পৌঁছে দেবে, এই ব্যাপারে মানুষকে বিভ্রান্তির মুখে ফেলে দিতে চেয়েছিলেন। তবে সেই বিষয়টিকে পাল্টা যুক্তি দিয়ে খারিজ করে দিলেন দিলীপ ঘোষ। বুঝিয়ে দিলেন, কেন্দ্রীয় সরকারের টাকা দিয়েই এই সমস্ত প্রকল্প চালাচ্ছে রাজ্য সরকার। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন পঞ্চায়েতে জেতার জন্য এই সমস্ত কথা বলে সাধারণ মানুষকে চাপে রাখতে চাইছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!