এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ক্রমশ মিত্রশক্তি বাড়িয়ে চলেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জ্জী, এতে কি বিশেষ সুবিধা পাবেন তিনি?

ক্রমশ মিত্রশক্তি বাড়িয়ে চলেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জ্জী, এতে কি বিশেষ সুবিধা পাবেন তিনি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সময় যত যাচ্ছে, ততই নির্বাচনের উত্তাপ বাড়ছে রাজ্যে। রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনের ময়দানে খেলতে প্রস্তুত। এর মধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল তাঁদের 291 টি আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বিজেপি হটাও’ যুদ্ধে তাঁর সঙ্গে যোগ দিয়েছেন কেন্দ্রীয় মিত্রশক্তিরা। আর এবার প্রথম ভাগে বিরোধিতা করলেও তৃণমূল নেত্রীর পাশে এসে দাঁড়ালেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অন্যতম নেতা হেমন্ত সোরেন। জানা গিয়েছে, হেমন্ত সোরেন বাংলার নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা বললেও এবার মমতা বন্দ্যোপাধ্যায় পাশে মিত্রশক্তি হয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।

প্রসঙ্গত বিজেপিকে সাম্প্রদায়িক শক্তি হিসেবে বিবেচিত করে এরাজ্যের মসনদ দখলে বিজেপিকে আটকাতে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছেন কেন্দ্রের সমাজবাদী পার্টি, আরজেডি প্রমুখরা। এবার বিজেপিকে আটকাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তাঁকে সমর্থন জানানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন হেমন্ত সোরেন এর জেএমএম। মূলত ঝাড়খন্ডে হেমন্ত সোরেন সরকার চালাচ্ছেন কংগ্রেসের সমর্থনে, কিন্তু এ রাজ্যে কংগ্রেসকে সমর্থন না করে তৃণমুলকেই সমর্থনের সিদ্ধান্ত নিলেন তিনি। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে সমালোচনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ছবিটা এর আগেও দেখা গিয়েছে, যখন আরজেডি নিজের রাজ্যে কংগ্রেসের সমর্থনে মহাজোট গড়ে তুলেছে, সেখানে এ রাজ্যে কংগ্রেসকে সমর্থন না করে তৃণমূলকে সমর্থন করেছে। প্রথম দফায় অবশ্য দেখা গিয়েছিল, হেমন্ত সোরেন সিদ্ধান্ত নিয়েছিলেন, এই রাজ্যে অন্তত 40 টি আসনে প্রার্থী দেবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এমনকি তিনি জনসভাও করে গিয়েছিলেন বাংলায়। সেসময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেমন্ত সোরেনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, নিজের রাজ্য না সামলে বাংলার দিকে তাকাচ্ছেন হেমন্ত সোরেন। তিনি কিন্তু ঝাড়খণ্ডে ভোটের সময় গিয়ে বাঙালি ভোট চাননা। মমতার প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সুপ্রিমো শিবু সোরেনের কানে যায়।

তিনিই হেমন্ত সোরেনকে তৃণমূল নেত্রীর পাশে থাকার পরামর্শ দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। এবং ফলস্বরূপ হেমন্ত সোরেন জানিয়ে দিলেন, এবারের বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন। বাংলার বিধানসভা নির্বাচনে ঝাড়খন্ড মুক্তি মোর্চা কোন প্রার্থী দেবেনা। সবমিলিয়ে তৃণমূল শিবির কিন্তু মিত্রশক্তিদের পাশে নিয়ে একটু একটু করে নিজের জোর বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় দেখার, একুশের বিধানসভা নির্বাচনে মিত্রশক্তির ক্ষমতার জোরে তৃণমূল নেত্রী টক্কর দিতে পারেন কিনা গেরুয়া শিবিরকে!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!