এখন পড়ছেন
হোম > জাতীয় > আর দেরি নয়, আজকেই রাজ্যের চূড়ান্ত প্রার্থী তালিকা নিশ্চিত করবে গেরুয়া শিবির

আর দেরি নয়, আজকেই রাজ্যের চূড়ান্ত প্রার্থী তালিকা নিশ্চিত করবে গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে নির্বাচনী দামামা বেজে উঠেছে বেশ কিছুদিন হলো। নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলিরও ব্যস্ততা তুঙ্গে। রাজ্যের শাসক দল তৃণমূল ইতিমধ্যেই তাঁদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। বামেরাও তাদের সবকটি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তবে সংযুক্ত মোর্চার অন্যান্যরা এবং গেরুয়া শিবির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেনি। কিন্তু এবার গেরুয়া শিবির আর দেরি করতে রাজি নয় বলে মনে করা হচ্ছে।

এবং সেই কারণে 234 টি আসনের প্রার্থী চূড়ান্ত করার জন্য দিল্লিতে ডাক পড়েছে শুভেন্দু, রাজীব, মুকুলদের। জানা গিয়েছে, আজ অমিত শাহ, জেপি নাড্ডা সহ বিজেপির নির্বাচনী কমিটির সদস্যদের সাথে বাংলার রাজনৈতিক বিজেপি নেতাদের বৈঠকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যেই জানা গিয়েছে, রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজুড়ে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। শুভেন্দু অধিকারী অবশ্য প্রথম দিন থেকেই নন্দীগ্রামে বিজেপির হয়ে লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই অনুযায়ী তাঁর ইচ্ছায় সীলমোহর দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বরা। এবার দেখার, রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় কেন্দ্রীয় নেতৃত্বের সীলমোহর পড়ে কি না। অন্যদিকে মিঠুন চক্রবর্তীকে রাজ্যে প্রার্থী করা হবে কিনা তা নিয়ে চূড়ান্ত জল্পনা চলছে। সূত্রের খবর, গতকালই দিল্লি পৌঁছে গেছেন রাজ্য বিজেপির হেভিওয়েট নেতারা বাংলার প্রার্থী তালিকা সাথে নিয়ে। কারা চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাবেন তা নিয়ে চলছে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা।

তবে চূড়ান্ত প্রার্থী তালিকায় যার নাম থাকা নিয়ে সবথেকে বেশী আলোচনা হচ্ছে তিনি হলেন বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী। গতকালই কৈলাশ বিজয়বর্গী মিঠুন চক্রবর্তীর ভোটে দাঁড়ানো নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন। আর তারপর জল্পনা আরো জমে উঠেছে। সব মিলিয়ে রাজ্য বিজেপির কোন কোন নেতা এবং কোন কোন তারকা চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পান তা নিয়ে কিন্তু কৌতূহলের পারদ চড়ছে। পাশাপাশি ভোটযুদ্ধও জমে উঠেছে বাংলায়।

 

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!