এখন পড়ছেন
হোম > রাজ্য > কর্মসূচি বন্ধ করা নিয়ে মত-বিরোধ দিলীপ-মুকুলের

কর্মসূচি বন্ধ করা নিয়ে মত-বিরোধ দিলীপ-মুকুলের

‘প্রতিরোধ কর্মসূচি’ স্থগিত রাখার সিদ্ধান্তে ভিন্ন মত দুই বিজেপি নেতা দিলীপ ঘোষ ও মুকুল রায়ের। বিজেপি সূত্রে খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে বাইক মিছিল স্থগিত রাখা হয়েছে। সেই সিদ্ধান্তকে ঘিরে দুই শীর্ষ নেতার মত-বিরোধ নিয়ে বিতর্কের শুরু হয়েছে দলীয় অন্দরে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাজ্য সভাপতি জানান, অমিত শাহ-সহ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। কেন্দ্রের সাহায্য ছাড়া এই রকম কর্মসূচি করা হইবে বলেও তিনি জানিয়েছেন । উল্লেখ্য বিজেপির প্রতিরোধ সংকল্প অভিযান ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় পরিবেশ অশান্ত হয়ে ওঠে। বিজেপির বহু কর্মী সমর্থকদের উপর হামলারও অভিযোগ ওঠে। তৃনমূলের তরফেও পাল্টা অভিযোগ আনা হয়। এই রকম পরিস্থিতে স্থগিতাদেশ দেওয়া হলেও বিজেপি নেতা মুকুল রায় এই সিদ্ধান্তকে সমর্থন করেননি। তার মতে , রাজ্যে প্রধান বিরোধী দল হতে গেলে শাসকের মার খেতে হবে। প্রাণ গেলেও মিছিল ,প্রতিবাদ , কর্মসূচি বন্ধ করা যাবেনা । বিজেপির দুই নেতার দুই রকম মতের জেরে বিভ্রান্তি দলের নিচু স্তরে । তবে অনেকের মতে মুকুল রায়ের বক্তব্য যুক্তিসঙ্গত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!