বিশ্ব বাংলা বাণিজ্যিক সম্মেলনে যোগ দিতে চলেছে ৩০টি চীনা কোম্পানি রাজ্য January 16, 2018 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার বুকে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭।চতুর্থ বর্ষে পা দেওয়া এই সম্মেলনে এই বছর অংশগ্রহণ করতে চলেছে চীনের ৩০ কোম্পানি।কলকাতার চীনা কাউন্সিল জেনারেল এদিন সাংবাদিক বৈঠকে জানান,বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ১৬ ও ১৭ই জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে চীনের মোট ৩০টি কোম্পানি যোগদান করবে।এই সকল কোম্পানিগুলির মধ্যে ২০টি কোম্পানি আগেও ভারতে তাদের কিছু প্রকল্প গড়ে তুলেছে। কিন্তু ১০টি কোম্পানি নতুন এইবার ভারতের কোনো বাণিজ্যিক সম্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।একই সঙ্গে তিনি বাংলার সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলবার ইচ্ছে প্রকাশ করেন এদিন। আপনার মতামত জানান -