এখন পড়ছেন
হোম > জাতীয় > গুজরাটের ‘অমানবিক’ বিজেপি নেতার ‘কীর্তি’ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

গুজরাটের ‘অমানবিক’ বিজেপি নেতার ‘কীর্তি’ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

গুজরাটের এক বিজেপি নেতার কীর্তি আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চোর সন্দেহে কর্মীদের ফুটন্ত তেলে হাত দিতে বাধ্য করলেন তিনি, যার ভিডিও আপাতত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে। ঘটনাটি ঘটেছে গুজরাটের সানন্দে আর ঘটনার ‘নায়ক’ করমশি প্যাটেল নামে এক বিজেপিনেতা। অভিযোগ, ওই নেতার মালিকানাধীন একটি পেট্রোল পাম্প থেকে ছ’লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছিল। ঘটনার দিন যে তিন কর্মচারী ডিউটিতে ছিল, সন্দেহের তীর তাদের দিকেই পরে। সন্দেহের বশে তাদের মারধর করা হয় বলেও খবর, তাতেও ‘দোষ স্বীকার’ না করায়, কড়াইয়ের মধ্যে ফুটন্ত তেলে হাত ডোবাতে বাধ্য করা হয় তাদের। আর এই নিয়েই নিন্দার ঝড় বইছে দেশজুড়ে।
যদিও করমশি প্যাটেলর বক্তব্য, পাম্পের সিন্দুকে ১২ লক্ষ টাকা ছিল, তার থেকে ৬ লক্ষ টাকা চুরি হয়েছে। চুরির সময় সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। ক্যামেরা চালু হলে দেখা যায় ওরা ঘুমোচ্ছে। সেই কারণেই ওদের ওপরে সন্দেহ গিয়েছে। আমি কাউকে ফুটন্ত তেলে হাত ডোবাতে জোর করিনি। নিজেদের সততা প্রমাণের জন্য ওরা স্বেচ্ছায় এই কাজ করেছে। যদিও এর পরেও এই ঘটনা নিয়ে বিতর্ক থামছে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!