এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবারও বেফাঁস মন্তব্য করে বসলেন বীরভূমের সভাপতি অনুব্রত মণ্ডল! সরগরম রাজ্য রাজনীতি!

আবারও বেফাঁস মন্তব্য করে বসলেন বীরভূমের সভাপতি অনুব্রত মণ্ডল! সরগরম রাজ্য রাজনীতি!


প্রিয় বন্ধুরা মিডিয়া রিপোর্ট :- এবারে ভবানীপুর উপ নির্বাচন কেন্দ্রে ব্যাপক ভোটে জয়লাভ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই জয়লাভ কে কেন্দ্র করে শুভেচ্ছা জানাতে শুরু করে দলীয় নেতাকর্মীরা সহ আরো অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীরা সেই সঙ্গে শুরু হয় সবুজ আবির খেলা পাশাপাশি চলতে থাকে মানুষদের মিষ্টিমুখ করার পর্ব।  প্রচুর তৃণমূল কর্মী ন সমর্থকরা রাস্তায় নেমে উচ্ছ্বাসে মেতে ওঠেন শুরু হয় সঙ্গে সবুজ আবির খেলা যেখানে ব্যতিক্রমী ছিলনা বীরভূমের তৃণমূল নেতাকর্মীরা। বীরভুমের বোলপুর বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়ে যায় আবির নিয়ে খেলা এরপরই অনুব্রত মণ্ডল এক সাংবাদিক বৈঠক করেন।

সাংবাদিকদের নিয়ে সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা জানিয়েছেন তবে এই শুভেচ্ছাবার্তা জানানোর পাশাপাশি যেন তিনি বেফাঁস মন্তব্য করে বসলেন জয় কে কেন্দ্র করে  বিজেপি কে তীব্র কটাক্ষ করে বসলেন বীরভূমের সভাপতি অনুব্রত মণ্ডল! তিনি  বিজেপিকে ছাগল বিড়ালের সঙ্গে তুলনা করলেন সেই সঙ্গে বললেন বিজেপি ছাগলের দল তাই ছাগলের মত চোরে-চোরে ব্যারাক, এছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেউ পাগল বলে কটাক্ষ করেছেন । জয় প্রসঙ্গে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক উন্নয়নের প্রকল্প সূচনা করে চলেছেন । আর বিজেপি দেশের সমস্ত সম্পদ বিক্রি করে দিচ্ছে মানুষ সব দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারো তুলনা হয়না, কথা দিয়েছিলেন কথা রেখেছেন ।

এছাড়াও অনুব্রত মণ্ডল জানান যে তিনি বলেছিলেন 60 থেকে 80 হাজার ভোটে জিতবে মমতা,  বিজেপি এখন কি করবে ওরা ঠিক করবে বাড়িতে বসে থাকবে না  চারপায়ে হাঁটবে ! মমতা বন্দ্যোপাধ্যায়  এর কাজ মানুষ দেখেছে উন্নয়ন দেখেছে উনি যা বললেন তা সফল করে দেখান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছাগল বিড়ালের তুলনা হয় ! সেই সঙ্গে শুভেন্দু অধিকারী কেউ পাগল বলে কটাক্ষ করেন এবং বলেন মানুষের পর্যায়ে নেই এরা সব ছাগল বিড়াল! এছাড়াও তিনি নন্দীগ্রাম প্রসঙ্গ টেনে বলেন আগামী কাল যদি আবার কোর্টের রায় হয় পুনর্গণনার জন্য সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় 50 হাজার ভোটে জিতবেন ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!