এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট ভাঙ্গায় প্রকাশিত বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা – জেনে নিন বিস্তারিত

বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট ভাঙ্গায় প্রকাশিত বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা – জেনে নিন বিস্তারিত

নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যেই রাজ্যের শাসকদল নিজেদের সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। অন্যদিকে, বাম-কংগ্রেস জোট সম্ভবনাকে সামনে রেখে বামেরা রাজ্যের ৪২ আসনের মধ্যে কংগ্রেসের জন্য ১৭ আসন ছেড়ে রেখে বাকি ২৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কিন্তু, বামদের কাছে ‘অপমানিত’ কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের ৪২ আসনেই প্রার্থী দেওয়ার। আর তারই প্রথমধাপ হিসাবে বাংলার জন্য ১১ টি আসনের প্রথম প্রার্থীতালিকা গতকাল মধ্যরাত্রে প্রকাশ করল কংগ্রেস। আর এরপরেই বামেরা সিদ্ধান্ত নেয়, গতবারে কংগ্রেসের জেতা ৪ টি আসন বাদ দিয়ে বাকি ১৩ আসনের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের। একনজরে দেখে নিন কে কোন আসনে জায়গা পেলেন –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

১. ব্যারাকপুর – গার্গী চট্টোপাধ্যায় (সিপিআইএম)
২. দার্জিলিং – সমন পাঠক (সিপিআইএম)
৩. কৃষ্ণনগর – শান্তনু ঝা (সিপিআইএম)
৪. মথুরাপুর – শরত্‍ হালদার (সিপিআইএম)
৫. কলকাতা উত্তর – কণীনিকা ঘোষ (সিপিআইএম)
৬. হাওড়া – সুমিত অধিকারী (সিপিআইএম)
৭. শ্রীরামপুর – তীর্থঙ্কর রায় (সিপিআইএম)

৮. তমলুক – শেখ ইব্রাহিম (সিপিআইএম)
৯. কাঁথি – পরিতোষ পট্টনায়েক (সিপিআইএম)
১০. ঝাড়গ্রাম – দেবলীনা হেমব্রম (সিপিআইএম)
১১. বাঁকুড়া – অমিয় পাত্র (সিপিআইএম)
১২. আসানসোল – গৌরাঙ্গ চট্টোপাধ্যায় (সিপিআইএম)
১৩. বোলপুর – রামচন্দ্র ডোম (সিপিআইএম)

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!