এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভায় কামাল করতে নরেন্দ্র মোদীর ভরসা এখন ‘নরেন্দ্রনাথ’ বিবেকানন্দ? বাড়ছে জল্পনা!

বিধানসভায় কামাল করতে নরেন্দ্র মোদীর ভরসা এখন ‘নরেন্দ্রনাথ’ বিবেকানন্দ? বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের নেতা-মন্ত্রীদের দেব-দেবী বা মহামানবের সঙ্গে তুলনা করা বা তাদের মহিমা কীর্তন গাওয়া ভারতে নতুন কিছু নয়। গত ১৯৭১ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করা হয়েছিল। সেসময় বলা হয়েছিল, ” ইন্দিরা ইজ় ইন্ডিয়া ” । পশ্চিমবঙ্গেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন নতুন প্রকল্পের নামের সঙ্গে ‘অনুপ্রেরণায়’ শব্দটির উল্লেখ সর্বদা করা হয়। কংগ্রেসের একছত্র কত্রী সোনিয়া ম্যাডাম। এডিএমকের নেতা-নেত্রীদের পকেটে ঘোরে প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ছবি। তিনি বেঁচে থাকতে এবার তাঁর হেলিকপ্টার আসার অপেক্ষায় তাঁর দলের কিছু নেতা আকাশের দিকে হাতজোড় করে দাঁড়িয়ে ছিলেন। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে মন্তব্য করলেন, যে, স্বামী বিবেকানন্দ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শরীরে প্রবেশ করেছেন।

গতকাল রবিবার বিহারের জন্য বেশকিছু কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধনের ভিডিও অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে। এই বক্তৃতায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তার বক্তব্য, ” দেশের সমস্ত গরিবের মন জুড়ে আপনি বসে আছেন।… প্রত্যেক বিহারবাসীর এটা গর্ব যে, অটলবিহারীর পরে আর এক প্রধানমন্ত্রী নরেন্দ্রবিহারী দেশের উন্নয়নে দায়বদ্ধ। আমাদের গর্ব, নরেন্দ্র দত্ত নরেন্দ্র মোদীর শরীরে প্রবেশ করে গিয়েছেন। ভারত একবিংশ শতাব্দীর অগ্রণী দেশ হয়ে ওঠার চৌকাঠে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এভাবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর মুখে প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর মোদীর পরিবর্তে নরেন্দ্র বিহারী বলায়, তা নিয়ে অনেকে রসিকতা করেছেন। অনেকে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির সঙ্গে নরেন্দ্র মোদির নাম মেলাতে গিয়ে প্রধানমন্ত্রীর নামই বদলে দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। অনেকের মতে, আসন্ন ভোটে মানুষের মন পেতেই মন্ত্রীর এই প্রয়াস।

নাম বদল ছাড়াও শোরগোল পড়ে গেছে তাঁর বক্তব্য ঘিরে। যেখানে তিনি বলেছেন মোদির শরীরে স্বামী বিবেকানন্দ ঢুকে পড়েছেন। অনেকে মনে করছেন পরিশ্রমেও ভাবমূর্তিতে একাত্ম হিসেবে তুলনা করতে গিয়েই নরেন্দ্র মোদির সঙ্গে তুলনা করা হয়েছে স্বামী বিবেকানন্দের। সরকারি অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই অভিনব প্রধানমন্ত্রী বন্দনা নিয়ে বিস্মিত বিভিন্ন রাজনৈতিক মহল।

বিরোধীদের একাংশের মতামত প্রধানমন্ত্রী নিজমুখেই একসময় জানিয়েছিলেন যে, একসময় তিনি সন্ন্যাসী হতে চেয়েছিলেন, কিন্তু রামকৃষ্ণ মিশনের মহারাজের আদেশে তিনি দেশসেবার কাজে জীবন সমর্থন করেছিলেন। গুজরাটের মুখ্যমন্ত্রীর থাকাকালীনও স্বামী বিবেকানন্দের প্রতি তাঁর গভীর অনুরাগের কথা তিনি জানিয়েছিলেন। বিরোধীদের মতামত, সংসারত্যাগী, সৎ, কর্মযোগী ভাবমূর্তি তৈরি তৈরীর প্রচেষ্টাতেই সদা ব্যস্ত তাঁর দল। ছোট বেলায় অনেকসময় স্নান করতে গিয়ে কুমির ছানা ধরে, তাকে না মারা , কিংবা ১৮ ঘন্টা নিরলস শান দেবার কোথাও প্রচার করা হয়েছিল।

তবে সরকারি অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মুখে এমন স্তুতি শুনে প্রধানমন্ত্রী নিজেও যথেষ্ট অস্বস্তিতে পড়েছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!