বড়সড় শাস্তির মুখে বাবুল সুপ্রিয়, প্রার্থীর বিরুদ্ধে জোড়া এফআইআর করল খোদ নির্বাচন কমিশন বর্ধমান রাজ্য April 22, 2019 বাবুল সুপ্রিয় আসানসোল লোকসভা থেকে বিদায়ী সংসদ ও বিজেপি প্রার্থী। আর এই বাবুল সুপ্রিয় এখন বড়সড় শাস্তির মুখে পড়লেন। জানা যাচ্ছে তাঁর বিরুদ্ধে খোদ নির্বাচন কমিশন জোড়া এফআইআর দায়ের করেছে। মূলত দুটি এফআইআর এর একটি – নির্বাচন কমিশনের কর্মীর ক্যামেরা ভেঙে দেওয়া , আর দু নম্বর -কমিশনের আপত্তি সত্ত্বেও প্রচারে বিজেপির থিম সং ব্যবহার করা। আর এই দুটি অভিযোগের ভিত্তিতেই এদিন এফআইআর দায়ের করেছে নির্বাচন কমিশন বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ এই যে আসানসোলে বিজেপির নির্বাচনী প্রচারের ছবি তুলতে গেলে বাধা দেন কেন্দ্রীয়মন্ত্রী তথা সংসদ পদপ্রার্থী বাবুল সুপ্রিয়। কমিশনের ভিডিও সারভাইল্যান্স টিম সদস্যদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন। আর এই নিয়েই তর্কাতর্কি শুরু হলে তিনি তাদের ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে দেন বলে অভিযোগ। আর এর ফলেই তাঁর বিরুদ্ধে এই এফআইআর। শুধু এটিই নয় তিনি তিনি নির্বাচন কমিশনের নিষেধ সত্ত্বেও থিম সং ব্যবহার করেছেন নিজের প্রচারে। যা নিয়েও অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই নিয়ে এখনো পর্যন্ত বাবুল সুপ্রিয়র কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর এই নিয়েই রাজনৈতিমহলের দাবি এই নিয়ে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পেয়ে গেলো তৃণমূল আর ব্যাকফুটে গেলো বিজেপি। আপনার মতামত জানান -