এখন পড়ছেন
হোম > জাতীয় > একদা বিজেপির ঘনিষ্ঠের মুখে মমতা-স্তুতি, বিরোধী মহাজোট নিয়ে আশায় তৃণমূল!

একদা বিজেপির ঘনিষ্ঠের মুখে মমতা-স্তুতি, বিরোধী মহাজোট নিয়ে আশায় তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ ছিল শিবসেনা। কিন্তু বর্তমানে গেরুয়া শিবিরের সঙ্গে তাদের সমস্ত সম্পর্ক ভেঙে গিয়েছে। এদিকে বর্তমান পরিস্থিতিতে বিজেপির ওপর চাপ বাড়িয়ে বিরোধী মহাজোট গঠনের জন্য তৎপরতা শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন তিনি। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিচ্ছেন, ঠিক তখনই গেরুয়া শিবিরকে চাপের মুখে ফেলে দিল তাদের এক সময়কার সঙ্গী শিবসেনা। যেখানে শিবসেনার মুখপত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করা হয়েছে। যাকে কেন্দ্র করে গেরুয়া শিবির যেমন চাপের মুখে পড়ে গেল, ঠিক তেমনই আশাবাদী হয়ে উঠল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী মহাজোটে শামিল হওয়া নেতা-নেত্রীরা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এদিন “পেগাসাস” ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিচালিত বাংলার সরকারের পক্ষ থেকে যেভাবে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তার প্রশংসা করে শিবসেনার মুখপাত্র সামনা। যেখানে বলা হয়েছে, “পেগাসাস ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ নিয়েছেন, তা কেন্দ্রীয় সরকারের করা উচিত ছিল। মোদী সরকার মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে এবং ব্যক্তিগত জীবনে নজরদারি চালাচ্ছে। সংসদে এই বিষয়ে আলোচনার অনুমতি দিচ্ছে না।” অর্থাৎ এতদিন তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছিল। আর বিজেপির এক সময়কার সঙ্গী বলে পরিচিত শিবসেনার পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে পেগাসাস ইস্যু নিয়ে যেভাবে বিজেপির বিরুদ্ধে সরব হওয়ার ঘটনা ঘটল, তাতে গেরুয়া শিবির যে অত্যন্ত চাপের মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, শিবসেনা একসময় বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ থাকার সুবাদে এখন তাদের সঙ্গে জোট না থাকায় তারা বিজেপির বিরুদ্ধে প্রতিমুহূর্তে সরব হতে শুরু করেছে। আর এটাই বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের কাছে। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে আলোচনা করেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে 2024 এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট গঠন করে গেরুয়া শিবিরকে ক্ষমতাচ্যুত করাই যে তার প্রধান লক্ষ্য, তা বুঝিয়ে দিয়েছেন তৃনমূল নেত্রী।.

আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে যেভাবে বিজেপির বিরুদ্ধে সরব হল শিবসেনা, তাতে আগামী দিনে তৃণমূল নেত্রীর ডাকে সাড়া দিয়ে একসময়কার বিজেপি ঘনিষ্ঠ এই শিবসেনা বিরোধী মহাজোটে শামিল হতে পারে বলেই জল্পনা তৈরি হয়েছে। আর তা যদি হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিজেপি বিরোধী মুখ হিসেবে আরও সামনে চলে আসবেন, ঠিক তেমনই শিবসেনার বিরোধী মহাজোটের সামিল হওয়ায় কেন্দ্রের বর্তমান বিজেপি সরকারের বিড়ম্বনা দ্বিগুণ ভাবে বৃদ্ধি পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!