এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ফের তৃণমূলের ঘর ভেঙে বিধায়কের ছেলেকে ঘরে তুললেন অর্জুন সিং ,সাথে ২৫০০ কর্মী

ফের তৃণমূলের ঘর ভেঙে বিধায়কের ছেলেকে ঘরে তুললেন অর্জুন সিং ,সাথে ২৫০০ কর্মী


রাজ্যে প্রথম দুদফার ভোট শেষ, বাকি দফার ভোট গ্রহণ শেষ হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। আর এই কটা দিন নিজেদের সর্বস্ব দিয়ে প্রচার পর্ব সারছেন প্রার্থী সমেত দলীয় নেতা কর্মীরা। এক মুহূর্তও নিঃশ্বাস ফেলার সময় নেই। আর সেই মতো রাজ্যে যেমন প্রচার পর্বে বিরোধীদের কড়া আক্রমণ জানাচ্ছেন রাজ্যের শাসকদলের নেতা নেত্রী সমেত মুখ্যমন্ত্রী। ঠিক তেমনি বিরোধীরাও পিছিয়ে নেই – তাঁরাও তীব্র কটাক্ষ করতে ছাড়ছেন না। ফলে বাক যুদ্ধে একদিকে যেমন প্রচার মঞ্চ জমজমাট হয়ে উঠেছে অন্যদিকে কিন্তু চলছে দলবদলের খেলা। রাজ্যে শাসকদল ক্ষমতা দেখতে বিরোধী দল থেকে নেতা ও কর্মী-সমর্থকদের যোগদান চলছে। অন্যদিকে বিরোধীরাও নিজেদের শক্তি দেখতে তৃণমূলের ঘর ভাঙছে। আর এই দুইয়ের নিরিখে জমে উঠেছে লোকসভা ভোট।

মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। আর তার পর থেকেই দাবি করছেন যে তৃণমূলের হেভিওয়েট নেতারা বিজেপিতে আসার জন্য মুখিয়ে আছেন। অনেকেই নাকি বিজেপির সাথে যোগাযোগ করছেন। আর লোকসভা ভোটের পর বাঁধ ভাঙার মতো ভেঙে পড়বে তৃণমূল।

কয়েকদিন আগেই অর্জুন গড়ে তৃণমূলের ঘর ভেঙে বিজেপিতে যোগ দিয়েছেন কয়েক শো কর্মী সমর্থক।
প্রসঙ্গত, অর্জুন সিং দলবদলের পর থেকেই সুনীল সিংয়ের তৃণমূল ত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়েছিল।কিন্তু এখনো তিনি যোগ না দিলেও এদিন উত্তেজনা বাড়িয়ে তাঁর ছেলে আদিত্যনাথ সিং দু-হাজার কর্মী-সমর্থক নিয়ে যোগ দিলেন বিজেপিতে। ফলে জল্পনা রয়েই গেলো। অনেকে বলছেন এটা তৃণমূলের কাছে বড় ধাক্কা। আর অর্জুন সিং এর বিজেপিতে যোগদান এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। ফলে অর্জুন-গড়ে তৃণমূলের ভাঙুন অব্যাহতই রইল।

বাবা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। আবার গারুলিয়া পুরসভার চেয়ারম্যানও। তিনি গারুলিয়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। আর তাই তার বিজেপিতে যোগকে  তৃণমূলের কাছে বড়সড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিকমহল। আজ সোমবার তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন অর্জুন সিং।

এদিন বিজেপিতে যোগ দিয়েই তিনি তৃণমূল নিয়ে বড়সড় দাবি করেন। তিনি অভিযোগ করেন যে, রাজ্যে সদ্য মেটা ভোটে গণতন্ত্র লুঠ করেছে তৃণমূল , যেভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তা দেখে আমি মানসিকভাবে ব্যথিত হয়েছি। তাই স্থির করলাম, এই দলে আর থাকব না। দলবদল করে বিজেপিতে যোগ দিতেই মনস্থ করলাম।তিনি দাবি করেন যে আর তৃণমূল নয় বিজেপিকে জেতানোই তাদের এখন একমাত্র লক্ষ্য।

এদিন স্বাভাবিকভাবে তাঁর বাবাকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ,তিনি এদিন এই নিয়েও মুখ খোলেন। তিনি জানান যে, “বাবা কী করবেন জানি না। আমি প্রাপ্তবয়স্ক, আমার সিদ্ধান্ত তাই নিজেই নিলাম। আমার নেতা অর্জুন সিং। তাঁর হাত ধরেই আমি যোগ দিলাম বিজেপিতে। বাবাকে বলেছিলাম দল ছাড়ব। দল ছেড়েছি, এখন অর্জুন সিংকে জেতানোই আমার লক্ষ্য।”

এদিকে এই নিয়ে এখনো পর্যন্ত তৃণমূল বা অর্জুন সিং এর তরফ থেকে কোনো পতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু রাজনৈতিকমহলের দাবি এর ফলে দলে কোনঠাসা হতে চলেছেন সুনীল সিং। এদিকে অর্জুন সিং ব্যারাকপুরের রাজা
আর এবার তাঁর হাত শক্ত করে আবার আদিত্যনাথ সিং এর এই যোগদান বিজেপিকে যে শক্তিশালী করে তুললো তা আর বলার অপেক্ষা রাখে না।যদিও ২৩ সে মে এর পর বোঝা যাবে কে আসল রাজা হলেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!