এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ২১ এর আগে শেষ ২১ জুলাই, ভার্চুয়াল সভায় ২১-এর হ্যাটট্রিক আর মমতার রণনীতির অপেক্ষায় তৃণমূল!

২১ এর আগে শেষ ২১ জুলাই, ভার্চুয়াল সভায় ২১-এর হ্যাটট্রিক আর মমতার রণনীতির অপেক্ষায় তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাতে আর কয়েক মাস বাকি। তারপরেই 2021 এর বিধানসভা নির্বাচন। মূলত তৃণমূল কংগ্রেস একুশে জুলাই শহীদ দিবস থেকে দলের সমস্ত রাজনৈতিক কর্মীদের বার্তা দেন। সরাসরি ধর্মতলায় সভায় মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়ে কর্মীদের মুখোমুখি হন। কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে এই সভা-সমিতি সম্ভব হচ্ছে না।

তাই দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভার্চুয়াল সভার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এই একুশে জুলাই সম্পর্কে বার্তা দেবেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার আগে একেই সরাসরি তিনি কর্মীদের মুখোমুখি থেকে বার্তা দিতে পারছেন না। তাই ভার্চুয়াল সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এবং তৃণমূলের এবারের একুশে জুলাইয়ে কি চমক থাকে, তারা অবশ্যই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

অনেকে বলছেন, এবারে তৃণমূলের একুশে জুলাই প্রতিবারের একুশে জুলাই থেকে একদম ভিন্ন। ভয়াবহ দূর্যোগ আমপান থেকে শুরু করে করোনা ভাইরাস সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছে রাজ্যের শাসক দল। এই পরিস্থিতিতে ভয়াবহ দুর্যোগের টাকা নিয়ে তৃণমূলের নেতাকর্মীরা দুর্নীতি করছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। সামনের বিধানসভা নির্বাচনে বিরোধীদের কাছে তৃণমূলের বিরুদ্ধে প্রধান অস্ত্র যে দুর্নীতি হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

তাই এই পরিস্থিতিতে দলের ভাবমূর্তি স্বচ্ছ করতে তৃণমূলের পক্ষ থেকে দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ। ভার্চুয়াল সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের সমঝে দেওয়ার ব্যাপারে কোনো বার্তা দেন কিনা, তার দিকেও নজর থাকবে বিশেষজ্ঞদের। পাশাপাশি আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কিভাবে পথ চলতে হবে তাও এই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বাতলে দেবেন তৃণমূল সুপ্রিমো।

প্রসঙ্গত, 1993 সালের একুশে জুলাই তৎকালীন যুব কংগ্রেসের 13 জন কর্মী বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে মৃত্যু বরণ করেছিলেন। আর তারপর থেকেই এই শহীদ সমাবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি কংগ্রেসে থাকলেও, পরবর্তীতে তৃণমূল কংগ্রেস গঠন করার পর ধর্মতলায় যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূলের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় প্রতি জেলা থেকেই ব্যাপক কর্মীসমর্থকরা কলকাতায় জড়ো হন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এবার তা হচ্ছে না। সেদিক থেকে তৃণমূলের কর্মীদের মন অনেকটাই খারাপ। কেননা একটা সময় তারা তাদের দিদিকে কাছ থেকে দেখতে পান। সরাসরি দিদির মুখ থেকে শুনে নিতে পারেন রাজনৈতিক বার্তা। কিন্তু এবার সেই আশাতেই জল পড়েছে। করোনা ভাইরাস তৃণমূলের রাজনৈতিক সমাবেশকে ভঙ্গুর করে দিয়েছে। তাই এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 2021 এর আগে শেষ একুশে জুলাই থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার ব্যাপারে কি বার্তা দেন, তার দিকে অবশ্যই নজর থাকবে সকলের। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে টিভি, মনিটর ইত্যাদি লাগানোর ব্যবস্থা করেছে তৃণমূল নেতৃত্ব।

যাতে সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে পারেন। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর 1 টা থেকে 2 টা পর্যন্ত প্রতি বুথে শহীদদের প্রতি সম্মান জানাতে হবে কর্মীদের। আর তারপর দুপুর দুটো থেকে ভার্চুয়াল সভায় বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই সামনা সামনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে না পেলেও, একুশে জুলাই তৃণমূলের নেতাকর্মীদের কাছে একটা বাড়তি আবেগের দিন, সেহেতু তারা চেষ্টা করছেন, বুথে বুথে শহীদদের সম্মান জানানোর।

সব মিলিয়ে এতদিন সরাসরি ধর্মতলার সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের বক্তব্য রাখলেও, এবার ভার্চুয়ালে বক্তব্য রাখা মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাকে সামনে রেখে কি বার্তা দেন কর্মীদের, তার দিকেই নজর রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!