এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু যেতেই নাজেহাল তৃণমূল? ড্যামেজ কন্ট্রোলে কারা ! খুঁজে পেতে দিশেহারা মমতা?

শুভেন্দু যেতেই নাজেহাল তৃণমূল? ড্যামেজ কন্ট্রোলে কারা ! খুঁজে পেতে দিশেহারা মমতা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অধিকারী পরিবারে ফাটল ধরার পর থেকেই সমীকরণ পাল্টাতে শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলা রাজনীতিতে। এককালে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় তৃণমূলের হয়ে সমস্ত দিক সামলাতেন। কিন্তু এখন তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই তৃনমূল নেতৃত্বের অস্বস্তি ক্রমশ বাড়তে শুরু করেছে।

তাই এই পরিস্থিতিতে একসময় পূর্ব মেদিনীপুর জেলা থেকে সরিয়ে যে সৌমেন মহাপাত্রকে পশ্চিম মেদিনীপুরে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সৌমেনবাবুরই প্রত্যাবর্তন ঘটানো হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা রাজনীতিতে।  সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় তমলুকের নিমতৌড়িতে তৃণমূল বিধায়কদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন এই সৌমেন মহাপাত্র।

স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী বিরোধী দলে যোগ দেওয়ার পর তাকে কুপোকাত করতে এবার সৌমেনবাবুকে আবার পূর্ব মেদিনীপুরে সক্রিয় করতে চাইছে রাজ্য তৃণমূল নেতৃত্ব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত উল্লেখ্য, 2011 সালে তমলুক বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে বিধায়ক হয়েছিলেন সৌমেন মহাপাত্র। পরবর্তীতে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পান তিনি।

কিন্তু 2016 সালের বিধানসভা নির্বাচনের বেশ কিছু মাস আগে দলের একাংশের বিরোধিতার কারণে পশ্চিম মেদিনীপুরের বিধানসভা থেকে লড়তে হয় তাকে। পরবর্তীতে সেখান থেকে জয়লাভ করে বিধায়ক এবং তারপর মন্ত্রী হন সৌমেনবাবু। আর সেই সময় থেকেই পূর্ব মেদিনীপুর জেলা রাজনীতি থেকে অনেকটা দূরে সরে যান তিনি।

একাংশ বলেন, শুভেন্দু অধিকারীর খাসতালুক থেকে 2011 সালে জিতে মন্ত্রী হওয়ার পর সৌমেনবাবুর সঙ্গে শুভেন্দুবাবুর ঠান্ডা লড়াই শুরু হয়েছিল। কিন্তু তখন শুভেন্দু অধিকারী তৃণমূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হওয়ার কারণে তার নির্দেশেই রাজ্য নেতৃত্ব সেই সৌমেন মহাপাত্রকে পশ্চিম মেদিনীপুরে নিয়ে গিয়ে বিধায়ক করে। কিন্তু এখন সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই এবার সেই শুভেন্দুবাবুর অভাব অনুভব করে এককালে এই জেলা থেকে সরিয়ে দেওয়া সৌমেন মহাপাত্রকে আবার পূর্ব মেদিনীপুর জেলায় সক্রিয় করতে শুরু করল শাসক দল বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সৌমেন মহাপাত্রের এই প্রত্যাবর্তন। মূলত শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলায় তাকেই মুখ করে এবার সংগঠনকে চাঙ্গা করতে চাইছে তৃণমূল কংগ্রেস বলে মনে করা হচ্ছে।

যদিও বা একাংশ এই ব্যাপারে বলতে শুরু করেছেন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আর তাই এতদিন শুভেন্দু অধিকারীর কথামতো সৌমেনবাবুকে অন্য জেলায় সরিয়ে দেওয়া হলেও, এবার সেই শুভেন্দুবাবু বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই সৌমেনবাবুকে গুরুত্ব দিতে শুরু করেছে দল। কিন্তু এতদিন তার গুরুত্ব কেন অনুভব করা হয়নি! এখন তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। যদিও বা দলের পক্ষ থেকে নির্দেশ পেয়ে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন সৌমেন মহাপাত্র।

এদিন তিনি বলেন, “এতদিন যারা পূর্ব মেদিনীপুরের সাংগঠনিক দায়িত্বে ছিলেন, তারা আমাকে দলের কোনো কর্মসূচিতে ডাকেননি। তবে এতে আমি কষ্ট পাইনি। এখন রাজ্য নেতৃত্বের নির্দেশে জেলার বিধায়ক এবং নেতৃত্বদের সঙ্গে বৈঠকে ছিলাম।” তবে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর সৌমেন মহাপাত্রকে মুখ করে তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলার সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করলেও, সৌমেনবাবু কতটা সেই কাজ সফলতার সঙ্গে করতে পারেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!