এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহে নতুন আতঙ্কের নাম রোহিঙ্গা? স্বরাষ্ট্র মন্ত্রকের কড়া নির্দেশিকা রাজ্যগুলিকে

করোনা আবহে নতুন আতঙ্কের নাম রোহিঙ্গা? স্বরাষ্ট্র মন্ত্রকের কড়া নির্দেশিকা রাজ্যগুলিকে

করোনাকে আটকানোর জন্য যখন প্রথম টানা 21 দিন লকডাউনের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী, তখন আশা করা হয়েছিল, এই লকডাউন ভারতবাসী ঠিকঠাক মানলে করোনা হয়ত বা দূরীভূত হবে। সেই মত প্রত্যেকেই সেই লকডাউন মানার চেষ্টা করেছেন। কিন্তু হঠাৎই দিল্লির নিজামুদ্দিনে তাবলিগি জামাতের সদস্যদের জমায়েত সেই লকডাউনকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। যার পরে সেই সংগঠনের ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে।

নানা জায়গায় বাড়তে শুরু করে করোনা আক্রান্তের সংখ্যা। আর এবার তাবলিগি জামাত সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য ভারতে উদ্বাস্তু হয়ে প্রবেশ করা রোহিঙ্গা মুসলিমদের ওপর নজর রাখার জন্য দেশের সমস্ত রাজ্যকে নির্দেশ পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে একটি নির্দেশিকায় রাজ্যগুলিকে জানানো হয়েছে, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ভালো করে পরীক্ষা করতে হবে।

কারও মধ্যে যদি করোনা উপসর্গ দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে সেই রাজ্যকে। জানা গেছে, ইতিমধ্যেই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে স্ক্রিনিং এবং টেস্ট করার নির্দেশ রাজ্যকে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু হঠাৎ এই পদক্ষেপ কেন গ্রহণ করা হল? প্রসঙ্গত উল্লেখ্য, নিজামুদ্দিনে যে তবলিগি জামাতের সদস্যরা অংশ নিয়েছিলেন, তাদের সঙ্গে বিভিন্ন ধর্মীয় জমায়েতে এই রোহিঙ্গা মুসলমানরা অংশ নিয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই সেই সমস্ত সদস্যদের সংস্পর্শে আসা রোহিঙ্গাদের মধ্যেও এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এবং তা যদি সর্বত্র ছড়িয়ে পড়ে, তাহলে ভারতের পরিস্থিতি বেগতিক হয়ে যাবে। কেননা এমনিতেই ভারতে বর্তমানে করোনা ভয়াবহতা বাড়তে শুরু করেছে। তার মধ্যে যদি রোহিঙ্গাদের শরীরে সেই ভাইরাস বাসা বাঁধে এবং তারা যদি দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে, তাহলে পরিস্থিতি আরও বেগতিক হয়ে যাবে বলেই আশঙ্কা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের।

আর তাই আগেভাগেই রাজ্যগুলিকে এই ব্যাপারে নির্দেশ দিয়ে সতর্ক করে দিল কেন্দ্র। কেন্দ্রের পক্ষ থেকে হায়দরাবাদ, তেলেঙ্গানা এবং মেওয়াটের ক্যাম্পে থাকা রোহিঙ্গারা জামাত সদস্যদের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলেও রাজ্যগুলিকে জানানো হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার চাইছে, দেশের যে রাজ্যেই এরা ছড়িয়ে পড়ুক না কেন, তাদের যেন সেই রাজ্য সরকার অবিলম্বে চিহ্নিত করে তাদের চিকিৎসার ব্যবস্থা করে এবং এই ব্যাপারে যাতে কোনোরূপ ঢিলেমি না হয়।

জানা গেছে, কেন্দ্রের হিসেব অনুযায়ী বর্তমানে ভারতের প্রায় 40 হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এদিকে তাদের সম্পূর্ণ তথ্য সরকারের কাছে না থাকায় সমস্যার মুখে পড়েছে কেন্দ্র। ফলে ভবিষ্যতে যাতে সেই সমস্ত মানুষদের থেকে করোনা ছড়িয়ে না পড়ে, তার জন্যই সেই রোহিঙ্গারা যে সমস্ত রাজ্য ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, সেই সমস্ত রাজ্য সরকারকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এখন কেন্দ্রের এই নির্দেশের পর রাজ্যগুলি রোহিঙ্গাদের খুঁজে বের করে তাদের চিকিৎসা করাতে কতটা সক্রিয় ভূমিকা পালন করে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!