এখন পড়ছেন
হোম > অন্যান্য > ঘরোয়া পদ্ধতিতে চুলের স্পা-কী ভাবে? জেনে নিন বিশেষজ্ঞদের দেওয়া সহজ টিপস্

ঘরোয়া পদ্ধতিতে চুলের স্পা-কী ভাবে? জেনে নিন বিশেষজ্ঞদের দেওয়া সহজ টিপস্


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাস্তায় চলাফেরা করতে গিয়ে দূষণের কারণে আপনার চুল রুক্ষ হয়ে যাচ্ছে? সময়ের অভাবে চুলে স্পা করাতে পার্লারে যেতে পারছেন না? তারওপর আবার করোনার দৌরাত্ম! ভাবছেন কী করবেন? তবে একটা উপায় আছে –মা-পিসিমার দ্বারস্থ হওয়া। তাদের সময় তো রাস্তার মোড়ে মোড়ে পার্লার ছিল না আজকের দিনের মতো। তবে কী ভাবেই বা রূপচর্চা করতেন তারা?
কথায় আছে,” পুরানো চাল ভাতে বাড়ে।” বিশেষজ্ঞরা সেই পুরানো ঘরোয়া পদ্ধতিগুলিকেই আবার ব্যাবহার করার পরামর্শ দিচ্ছেন। এতে এখন করোনা সংক্রমণ থেকেও বাঁচা যাবে, আবার পার্লার যাওয়ার সময়ও বাঁচবে।
এবার জেনে নেওয়া যাক বিশেষজ্ঞরা কি ভাবে ঘরে বসে চুলের রুক্ষতা দূর করার উপায় বলছেন।

★ প্রথমে দু চামচ নারকেল তেলের সাথে দুচামচ অলিভ অয়েল মিশিয়ে নিতে হবে। এর পর ভিটামিন-এ-র একটা ক্যাপসুল কেটে তার ভেতরের তরলটি ঢেলে দিতে হবে সেই তেলের মধ্যে।

★ এবার আপনাকে একটা মাঝারি পাত্রে জল গরম করতে বসিয়ে সেই জলের ওপর তেলের পাত্রটি রেখে হাল্কা আঁচে সামান্য গরম করতে হবে।

★ এবার সেই উষ্ণ গরম তেল দিয়ে ভাল করে বেশকিছুক্ষণ ধরে মাথার চুলের গোড়ায় ম্যাসেজ করে যেতে হবে।

★ এবার একটা পাত্রে জল গরম করে সেই জলে একটা তোয়ালে ভাল করে ভিজিয়ে নিয়ে মাথায় ভাল করে পেচিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে রাখার পর সেই তোয়ালে খুলে নিয়ে আবার আগের মতো গরম জলে ভিজিয়ে মাথায় পেঁচিয়ে রাখতে হবে৷

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

★ এই হয়ে গেলো চুলে ওয়েল ম্যাসাজিং এবং স্টিমিং করা। এবার যদি বাড়িতে স্পা ক্রীম না থাকলে ঘরোয়া প্যাক তৈরি করে ব্যাবহার করতে পারেন। সেই ক্ষেত্রে দু চামুচ ঘরে পাতা টক দই আর কিছুটা মধু। এটি ভাল করে মিশিয়ে নিতে হবে।

★ এই দই মধুর মিশ্রণটিকে ভাল করে ধরে ধরে চুলে লাগাতে হবে। পুরো চুলে ভাল করে মাকিয়ে ১৫-২০ মিনিট রেখে দিতে হবে।

★ এর পর স্যাম্পু দিয়ে ভাল করে মাথা ধুয়ে নিতে হবে। স্যাম্পু করার পর কন্ডিশানার ব্যাবহার করা জরুরি বলেই মনে করেন এক্সপার্টরা।

★ এর পর হেয়ার ড্রায়ার ব্যাবহার না করে চুলে স্বাভাবিক ভাবে শোকাতে হবে।

এভাবেই হয়ে গেলো ঘরোয়া পদ্ধতিতে চুলের স্পা। যারা পার্লারে যেতে চান যেতেই পারেন, কিন্তু যাদের হাতে সময় কম বা যাদের কাছে পার্লারে হেয়ার স্পা করানো খরচা সাপেক্ষ, তারা বিশেষজ্ঞদের বলা এই ঘরোয়া স্পা পদ্ধতি ব্যাবহার করে দেখতে পারেন। কী, কাল ট্রাই করবেন নাকি একবার?

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!