এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার শিশির অধিকারীর বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিতে পারে তৃণমূল

এবার শিশির অধিকারীর বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিতে পারে তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার তৃণমূল সাংসদ শিশির অধিকারীর বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্যের শাসক দল তৃণমূল। সম্প্রতি, তৃণমূলে তেমন একটা সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে না তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে। তৃণমূলের সভা, সমিতিতে তেমন একটা যোগদান করতে দেখা যাচ্ছে না তাঁকে। তবে এর জন্য কিছুটা দায়ী তাঁর শারীরিক অসুস্থতা। পায়ের অপারেশন, চোখের অপারেশন হওয়ার জন্য বেশকিছু তৃণমূলের কর্মসূচিতে যোগদান করতে পারেননি তিনি। তৃণমূলের অভিযোগ, শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী তৃণমূলের বিরোধীতা করে দল ছাড়লেও, তাঁদেরকে কিছুই বলেননি শিশির অধিকারী। তাঁদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি তিনি। উল্টে মুখ খুলেছেন তিনি তৃণমূলের বিরুদ্ধে। এবার শিশির অধিকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিল তৃণমূল শিবির।

তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে, শিশির অধিকারীকে তৃণমূলের জেলা চেয়ারম্যানের পদ থেকে যেমন অপসারিত করা হতে পারে, তেমনি দল থেকেও বহিষ্কার করা হতে পারে তাঁকে। তৃণমূলের অভিযোগ, জেলা সভাপতির পদে আসীন থেকেও নিজের ছেলেদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তিনি। আবার তৃণমূলের বিরুদ্ধেই গণমাধ্যমে বক্তব্য রেখেছেন তিনি। প্রয়োজনে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারের কথাও তিনি জানিয়েছেন। এবার তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার সিদ্ধান্ত তৃণমূলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, ইতিপূর্বে শিশির অধিকারীকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে অপসারিত করা হয়। এরপর তাঁকে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতির পদ থেকেও অপসারিত করা হয়। এখন তিনি রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান। আবার কাঁথির তৃণমূল সাংসদ তিনি। সম্প্রতি তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা ক্রমশ তীব্র আকার ধারণ করেছে।

সম্প্রতি, গণমাধ্যমে শিশির অধিকারী জানিয়েছেন যে, নন্দীগ্রামে এবার তৃণমূলের ফলাফল ভালো হবে না, ফলাফল যাবে বিজেপির দিকে। গতকাল তিনি জানিয়েছেন যে, নন্দীগ্রামে কোন যুদ্ধই হবে না। কারণ পরাজয়ের ব্যবধান এতটাই বেশি থাকবে যে, কেউ তা ভাবতেও পারছেন না। শুভেন্দু অধিকারীর জয়ের ব্যাপারে তিনি ১০০% নিশ্চিত বলে জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে, গত ৩ মাসে তাঁদের ওপর যে অবর্ণনীয় আক্রমণ নেমে এসেছে, জনগণ তার জবাব দেবেন নির্বাচনে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!