এখন পড়ছেন
হোম > রাজ্য > কেন ঘটল চাঞ্চল্যকর টিকিয়াপাড়া কান্ড? সামনে এল বিস্ফোরক কারণ! জানুন বিস্তারিত

কেন ঘটল চাঞ্চল্যকর টিকিয়াপাড়া কান্ড? সামনে এল বিস্ফোরক কারণ! জানুন বিস্তারিত


সাধারণ মানুষের ভালোর জন্য লকডাউন মানাতে গিয়ে পুলিশের ওপর আক্রমণ হয়েছে। হাওড়ার টিকিয়াপাড়ার এই ঘটনা রীতিমতো চোখে আঙ্গুল দিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে দাবি করছে। কিন্তু কেন হঠাৎ টিকিয়াপাড়ায় এই ঘটনা ঘটল? কেন পুলিশের উপর হামলা হল? বস্তুত, রাজ্যের করোনায় যে সমস্ত অঞ্চল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে, তার মধ্যে রয়েছে হাওড়া জেলাও।

যত দিন যাচ্ছে, ততই এখানে আক্রান্তের সংখ্যা বাড়ছে।তবে গোটা হাওড়া জেলার বিভিন্ন অঞ্চলে লকডাউন ঠিকমত পালন হলেও, টিকিয়াপাড়ায় তা প্রতিনিয়ত ভাঙতে দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতনতামূলক প্রচার চালানো সত্ত্বেও কাজের কাজ হচ্ছে না কিছুতেই। কখনও দেখা যাচ্ছে, লকডাউনকে ছুটি হিসেবে মেনে নিয়ে রাস্তায় ক্রিকেট খেলা, আবার কখনও বা পিকনিক করার মতো ঘটনা।

মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে এই টিকিয়াপাড়ার বেশ কিছু যুবক বাইরে বেরোলে তাদের বাড়িতে ফেরার জন্য আবেদন জানানো হয়। কিন্তু তা সত্ত্বেও তারা পুলিশের আবেদনকে কার্যত উপেক্ষা করে পাল্টা পুলিশের উপর হামলা চালায়। যার পরেই তৈরি হয় চাঞ্চল্য। ইতিমধ্যে এই ঘটনায় 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে টিকিয়াপাড়ায় প্রথম থেকেই এই লকডাউন ভাঙার প্রবণতা দেখা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে গত মঙ্গলবার মাত্রা ছাড়িয়ে যায়। স্থানীয় মহলে কান পাতলে শোনা যাচ্ছে, লকডাউন ভঙ্গকারীদের যখন পুলিশ লকডাউন ভাঙা নিয়ে বোঝাচ্ছে বা মানা করছে, তখন হঠাৎ করেই গুজব ছড়িয়ে পরে যে অকারণে নাকি স্থানীয় মহিলাদের উপরে লাঠি চালানো হচ্ছে। আর তা এলাকাজুড়ে দাবানলের মত ছড়িয়ে পরে। এলাকার কয়েকশো মানুষ র‌্যাফের সদস্যদের তাড়া করেন। বাড়ির ছাদ থেকে ইট ও কাচের বোতল ছুড়তে থাকেন অনেকে।

এরপর খবর পেয়ে পুলিশের একটি টহলদার গাড়ি ঘটনাস্থলে গেলে, উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে বলেও অভিযোগ উঠেছে। ঘটনায় বেশ বড় রকমের আক্রান্ত হন পুলিশকর্মীরাও। পরে হাওড়া সিটি পুলিশের কর্তারা বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। এই নিয়ে প্রশাসন কড়া ব্যবস্থা নিতে চলেছে, এখনও পর্যন্ত এই ঘটনায় ১৪ জন গ্রেপ্তার হয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। তবে, প্রশাসন নাকি খুঁজছে কিভাবে মহিলাদের উপর অকারণে লাঠি চালানোর গুজব ছড়ালো।

যদিও এই নিয়ে কার্যত, মুখে কুলুপ এঁটেছেন প্রশাসনিক কর্তারা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পক্ষ থেকে বারবার আবেদন করা সত্ত্বেও ঘিঞ্জি অঞ্চল বলে পরিচিত এই টিকিয়াপাড়ায় যেভাবে আইন ভাঙার প্রবণতা দেখা গেছে এবং তার পরে যেভাবে সেই আইন মানাতে গিয়ে পুলিশ হামলার শিকার হল, তা নিঃসন্দেহে নজিরবিহীন ঘটনা। ফলে প্রশাসনিক ভাবে এখানে ঠিক কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর থাকবে সকলের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!