এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্য-রাজনীতির মোড় ঘোরাতে সিঙ্গুরে মাস্টারস্ট্রোক দেওয়ার পথে রাজ্য বিজেপি

রাজ্য-রাজনীতির মোড় ঘোরাতে সিঙ্গুরে মাস্টারস্ট্রোক দেওয়ার পথে রাজ্য বিজেপি

গতকালই প্রিয়বন্ধু বাংলাতে আমরা প্রকাশ করেছিলাম তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল কংগ্রেসের আন্দোলনের আঁতুরঘর সিঙ্গুর। দলীয় অভ্যন্তরীণ রাজনীতির জেরে আজ কার্যত একঘরে সিঙ্গুর আন্দোলনের অন্যতম পুরোধা ‘মাস্টারমশায়’ তথা তৃণমূলের স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং সিঙ্গুরের ‘শহীদ’ তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক। রবীন্দ্রনাথবাবুর ইচ্ছাতে পঞ্চায়েতে মনোনয়ন জমা দিয়েও দলীয় প্রতীক পাননি মনোরঞ্জনবাবু, উল্টে তাঁর অভিযোগ তাপসী মালিকের ‘খুনির’ পরিবারের সদস্যকে এবার টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস আর তার প্রতিবাদ জানাতেই সেখানে তিনি নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন। স্বভাবতই এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় রাজ্য-রাজনীতি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আর এবার রাজ্য-রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া সিঙ্গুরকে বাংলায় নতুন করে পরিবর্তনের অন্যতম প্রধান সোপান করার দিকে এগিয়ে গেল রাজ্য বিজেপি। মনোরঞ্জনবাবু ও স্থানীয় সিঙ্গুর আন্দোলনের নেতাদের ক্ষোভকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসের ঘুম ওড়াতে আসরে নেমে পড়লেন স্বয়ং রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবু এদিন জানান, মনোরঞ্জন মালিক ও তাঁর মেয়ে তাপসী মালিকের নাম করে বাংলায় ক্ষমতা দখল করেছিল তৃণমূল। অথচ আজ তাঁকে একটা টিকিট দিতে পারছে না তৃণমূল। তাই তাপসী মালিকের বাবাকে বলব, মেয়ের জন্য যদি ন্যায় চান, তবে বিজেপিতে আসুন। আপনাকে ন্যায় দিতে পারে একমাত্র বিজেপিই। বিজেপি রাজ্য সভাপতি এদিন স্পষ্ট করে দেন, মনোরঞ্জনবাবু চাইলে ‘নির্দল’ প্রার্থী হিসাবেই তাঁকে সমর্থন করবে বিজেপি, যাতে তাঁর জয় সুনিশ্চিত হয়। স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপির এই পদক্ষেপে রীতিমত সরগরম রাজ্য-রাজনীতি। তবে এই প্রসঙ্গে মনোরঞ্জনবাবুর কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায় নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!