এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিতে যোগ দিতেই দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে প্রাক্তন তৃণমূল বিধায়ক! শোরগোল রাজ্যে!

বিজেপিতে যোগ দিতেই দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে প্রাক্তন তৃণমূল বিধায়ক! শোরগোল রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে এখন ক্রমশ দলবদল পালা অব্যহত রাজ্যে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত হেভিওয়েট তৃণমূল নেতারা এখন ভারতীয় জনতা পার্টিতে। আর কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে বড়সড় ভাঙ্গন ধরিয়েছে ভারতীয় জনতা পার্টি। যেখানে ডায়মন্ডহারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদার যোগদান করেছেন বিজেপিতে।

স্বাভাবিকভাবেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের সংসদীয় কেন্দ্রে এইভাবে তৃণমূল বিধায়কের বিজেপিতে আগমন রীতিমত চাপে ফেলে দিয়েছিল ঘাসফুল শিবিরকে। কিন্তু দীপক হালদারের মত তৃণমূলের প্রাক্তন নেতা বিজেপিতে যোগদান করতে না করতেই এবার গেরুয়া শিবিরের অস্বস্তি ক্রমশ বাড়তে শুরু করল।সূত্রের খবর, রাজ্যজুড়ে বিজেপির রথযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ডায়মন্ডহারবারে কিভাবে এই কর্মসূচি পালন হবে, তা নিয়ে এদিন শহরের 13 নম্বর ওয়ার্ডে বিভিন্ন অঞ্চলের মন্ডল সভাপতিরা একটি বৈঠকে বসেছিলেন।

আর সেই বৈঠকেই যোগ দিতে দেখা যায় সদ্য বিজেপিতে আসা দীপক হালদারকে। কিন্তু এই বৈঠক যখন চলছিল, তখন বাইরে বিক্ষোভ করতে শুরু করেন তৃণমূলের একাংশ। যেখানে লাঠি নিয়ে বিজেপিতে যাওয়া দীপক হালদারের বিরুদ্ধে তারা নানা হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ। স্বাভাবিক ভাবেই তৃনমূলের কর্মী-সমর্থকরা বাইরে বিক্ষোভ করায় রীতিমত চাপে পড়ে যান দীপক হালদার। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে বিধায়ককে এভাবে হুমকি সহ শাসক দলের পক্ষ থেকেই বিক্ষোভ প্রসঙ্গে অন্য অভিযোগ করেছেন সদ্য বিজেপিতে আসা দীপক হালদার। এদিন তিনি বলেন, “দলের সমস্ত দুর্নীতি ফাঁস হয়ে যেতে পারে। এই আশঙ্কা থেকে পরিকল্পনামাফিক তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গন্ডগোল পাকানোর চেষ্টা করেছে।” বিশ্লেষকরা বলছেন, দীপক হালদারের এই কথা কিছুটা হলেও সত্যি। কেননা দিকে দিকে নির্বাচনের আগে তৃণমূলের ঘর ভাঙতে শুরু করেছে। যার ফলে ব্যাপক অস্বস্তিতে ঘাসফুল শিবির। আর যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিরোধীদল বিজেপিতে নাম লেখাচ্ছেন, তাদেরকে গদ্দার, মীরজাফর বলে চাপে রাখতে শুরু করেছে তৃণমূলের হেভিওয়েট নেতা থেকে শুরু করে কর্মী-সমর্থকরা।

আর এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগদান করার পরেই এদিন তিনি দলীয় বৈঠকে যোগ দিতে না দিতেই তাকে চাপে ফেলার চেষ্টা করল তৃনমূলের কর্মী-সমর্থকরা। রীতিমত বিজেপির পার্টি অফিসের বাইরে লাঠি নিয়ে বিক্ষোভ করতে দেখা গেল ঘাসফুল শিবিরের নেতাকর্মীদের। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা এলাকার পরিবেশকে অশান্ত করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!