এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বাংলাতেও নেওয়া হোক সর্বভারতীয় চাকরির পরীক্ষা, দাবি একাধিক বিশিষ্ট বুদ্ধিজীবীর

বাংলাতেও নেওয়া হোক সর্বভারতীয় চাকরির পরীক্ষা, দাবি একাধিক বিশিষ্ট বুদ্ধিজীবীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের সর্বভারতীয় চাকরির পরীক্ষা গুলি সাধারণত ইংরেজি ও হিন্দিতে নেয়া হয়ে থাকে। সর্বভারতীয় চাকরির পরীক্ষায় বাংলা ভাষাকে স্থান দেওয়ার দাবি জানিয়ে দীর্ঘ সময় ধরে আন্দোলন করছে বাংলা পক্ষ। এবার বাংলা পক্ষের এই দাবিকে অকুন্ঠ সমর্থন জানালেন একাধিক বুদ্ধিজীবী। যাদের মধ্যে আছেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শিক্ষাবিদ পবিত্র সরকার, কবি জয় গোস্বামী, গায়ক সিধু প্রমুখরা।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষার মাধ্যম হিসেবে বাংলা ভাষাকে গ্রহণ করার দাবি জানিয়ে কয়েক বছর ধরেই আন্দোলন চালাচ্ছে বাংলাপক্ষ। এবার তাদের আন্দোলনকে সমর্থন জানালেন রাজ্যের বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব। যাদের মধ্যে রয়েছেন লেখক,কবি, শিক্ষাবিদ,গায়ক প্রমুখরা। এ প্রসঙ্গে কবি জয় গোস্বামী জানালেন যে, শুধু বাংলাই নয় দেশের সমস্ত মাতৃভাষায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন। তামিল, তেলেগু সহ সমস্ত প্রাদেশিক ভাষাকে মান্যতা দেওয়ার প্রয়োজন আছে বলে জানালেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় জানালেন যে, শুধুমাত্র হিন্দি, ইংরেজিতে সরকারি চাকরির পরীক্ষা নেওয়া উচিত নয়। একমাত্র যদি ইংরেজি থাকতো, তাহলেও তা মেনে নেওয়া যেত। কিন্তু হিন্দি যদি থাকে, তবে বাংলাও থাকা উচিত বলে জানালেন তিনি। কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষাতে বাংলা ভাষাকে স্থান দেওয়ার দাবিকে সমর্থন জানালেন শিক্ষাবিদ পবিত্র সরকার।

এ প্রসঙ্গে তিনি একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের বিষয়টিকে উত্থাপন করলেন। তিনি জানালেন, এই প্রজন্মের উচিত সমস্ত প্রাদেশিক ভাষাকে গুরুত্ব দেওয়া। সরকারি চাকরির পরীক্ষায় শুধু হিন্দি, ইংলিশ নয়। বাংলা সহ সমস্ত ভাষাকে মাধ্যম করা উচিত কেন্দ্রীয় সরকারের। এভাবেই বাংলা ভাষায় সর্বভারতীয় চাকুরীর পরীক্ষা গ্রহণের দাবি জানালেন রাজ্যের একাধিক বিশিষ্ট কবি, লেখক, শিক্ষাবিদ ও গায়ক। এবার তাঁদের এই দাবিকে কেন্দ্র সরকার মান্যতা দেয় কিনা? সেদিকে দৃষ্টি থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!