পথ দুর্ঘটনার কবলে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্য February 18, 2018 পথ দুর্ঘটনার কবলে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন খাদ্যমন্ত্রী পাইলট কার সহ সল্টলেকের দিকে যাচ্ছিলেন।সামনে চলে আসা একটি ম্যাটাডোরকে বাঁচাতে গিয়ে আচমকা সামনের পাইলট কার ব্রেক কষে ফলে উল্টে যায় গাড়িটি আর ঠিক তার পিছনের গাড়িতে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।তিনি সুরক্ষিত আছেন বলেই জানা গেছে। পাইলট কারের চালক সহ চারজন আহত হয়েছেন।জানা জিসাহে তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনার মতামত জানান -