এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বাংলায় কৃষ্টি, সংস্কৃতি ও সভ্যতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফিরে এসেছে: অভিষেক

বাংলায় কৃষ্টি, সংস্কৃতি ও সভ্যতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফিরে এসেছে: অভিষেক


তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সৌজন্যে আয়োজিত বইমেলার উদ্বোধনে মধ্যমগ্রামে গিয়ে বর্তমানে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অঘোষিত দুনম্বর নেতা তথা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিগত ৩৪ বছরে বাংলায় কৃষ্টি, সংস্কৃতি ও সভ্যতা বলে কিছু ছিল না। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলায় তা পুনরায় প্রতিষ্ঠিত করেছেন। বাঙালির বারো মাসে তেরো পার্বণ, কিন্তু বইমেলার একটা আলাদা বৈশিষ্ট্য ও ঐতিহ্য রয়েছে। সারা বছর মানুষ বইমেলার জন্য মুখিয়ে থাকেন। বই হল মানুষের সবচেয়ে বড় বন্ধু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সঙ্গী থাকে বই। জীবনে দুঃখ পেলে বই পড়ুন, বই পড়েই আমরা সমস্ত কিছু জানতে পারি। যাঁদের আমরা মণীষী বলে জানি সেই বিবেকানন্দ, নেতাজিদের আমরা চোখে দেখেনি। কেবলমাত্র বই পড়ে তাঁদের জানতে পেরেছি। সবাইকে বলছি, শুধুমাত্র নামি লেখকদের বই কিনবেন না। যাঁরা নতুন লেখক, এখনও প্রচার পাননি, হয়তো সেভাবে প্রতিষ্ঠিত হতে পারেননি, তাঁদেরও বই কিনুন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!