এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় দুর্নীতি বকলমে মেনে নিলেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় দুর্নীতি বকলমে মেনে নিলেন শিক্ষামন্ত্রী

কিছুদিন আগেই র্যায়ে শোরগোল পরে গিয়েছিল এই বলে যে কিছু অসাধু ব্যক্তির মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্কুলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষায় প্রশ্ন নিয়ে যথেষ্ট দুর্নীতি হয়। মোটা টাকার বিনিময়ে পরীক্ষার আগেই শাসকদলের শিক্ষক সংগঠনের কেউ কেউ তা বাইরে বিক্রি করে দেয়। কলকাতার এক নামি প্রথমশ্রেণীর সংবাদপত্রের প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী বকলমে সেই অভিযোগ স্বীকার করে নিলেন। ওই সংবাদপত্রের প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, কিছুদিন আগে এক দলীয় সভায় গিয়ে এই নিয়ে তিনি প্রকাশ্যে উষ্মা প্রকাশ করেন।
ওই সভায় পার্থবাবু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষায় তৃণমূলের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে প্রশ্নপত্র বিক্রি করা নিয়ে শিক্ষক সংগঠনের নেতাদের ধমক দিয়েছেন বলে ওই খবরে দাবি করা হয়েছে। একই সঙ্গে শিক্ষামন্ত্রী আরো জানিয়েছেন, এর পরে এই ধরণের কাজের সঙ্গে যুক্ত থাকলে তাদের দল থেকে তাড়িয়ে দেওয়া হবে। এর সঙ্গে কলেজে বহিরাগত ঢোকা ও অধ্যক্ষ নিগ্রহ নিয়েও শিক্ষামন্ত্রী ওই সভায় সরব হয়েছিলেন বলে ওই সংবাদপত্র দাবি করেছে। পার্থ চট্টোপাধ্যায় নাকি ওই সভা থেকে ছাত্র নেতাদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বহিরাগত কেউ যেন কলেজে না ঢোকে। এর সঙ্গে কলেজে কলেজে অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় যথেষ্ট বিব্রত হতে হচ্ছে শাসকদলকে বলেও জানান পার্থবাবু বলে ওই সংবাদে প্রকাশ। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই সংবাদপত্রে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই সংবাদপত্রে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!